জাতিকে এনে দিয়েছিলেন স্বাধীনতার স্বাদ, মুক্তির স্বাদ।

মাত্র ৫৫ বছরের একটি জীবন। সেই জীবনের লক্ষ্যই ছিল মানুষের মুক্তি, মানুষের স্বাধীনতা। তাই জীবন কেটেছে রাজপথে। কিন্তু শোষকগোষ্ঠী সেই মুক্তির সংগ্রামকে মেনে নিতে পারেনি। তাই বারবার তাকে ধরে নিয়ে গেছে কারাগারে। তাতে ৫৫ বছরের জীবনের প্রায় ১৩ বছরই কেটেছে কারাগারের প্রকোষ্ঠে। তাতে দমে যাননি। নিজের অবিচল লক্ষ্য থেকে পিছু হটেননি একচুল। আর তাই তো মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেল করে তুলেছিলেন যে জাতিতে, সেই জাতিকে এনে দিয়েছিলেন স্বাধীনতার স্বাদ, মুক্তির স্বাদ।
৮টি জন্মদিন জেলে কাটিয়েছেন
১৯৫০ সালে ৩১তম ১৯৫২ সালে ৩২তম ১৯৫৯ সালে বঙ্গবন্ধুর ৪০তম জন্মদিন, ১৯৬০ সালের ৪১তম ও ১৯৬১ সালের ৪২তম ১৯৬২ সালে ৪৩তম ১৯৬৭ সালে ৪৮তম ১৯৬৮ সালে ৪৯তম জন্মদিন কাটে পাকিস্তান সরকারের হাতে বন্দিদশায়।
জন্ম: ১৭ মার্চ, ১৯২০, টুঙ্গিপাড়া
উচ্চতা: ১.৮ m
নিহত হয়েছিলেন: ১৫ আগস্ট, ১৯৭৫, ঢাকা
স্বামী বা স্ত্রী: শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বিবাহ. ১৯৩৮–১৯৭৫)
বাবা ও মা: শেখ লুৎফুর রহমান, সায়েরা খাতুন
সন্তান: শেখ হাসিনা, শেখ রাসেল, শেখ জামাল, শেখ কামাল,
ভাইবোন: শেখ আবু নাসের

সাম্প্রতিক মন্তব্য


মোঃ শফিকুল ইসলাম
🌹 পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন। সুপ্রিয় বাতায়নপ্রেমী শিক্ষক-শিক্ষিকা, অ্যাম্বাসেডরবৃন্দ, সেরা কন্টেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক, সেরা অনলাইন পারফর্মগণ লাইক, রেটিংসহ আমার 90 তম কন্টেন্ট দেখে আপনাদের সুপরামর্শ কামনা করছি। 🌹🌹



মোঃ মুমিনুল হক
🌹লাইক রেটিং সহ শুভকামনা রইলো। সুপ্রিয় বাতায়নপ্রেমী শিক্ষক-শিক্ষিকা, অ্যাম্বাসেডরবৃন্দ, সেরা কন্টেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক, সেরা অনলাইন পারফর্মগণ লাইক, রেটিংসহ আমার ১৩০ তম কন্টেন্ট দেখে আপনাদের সুপরামর্শ কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, সামাজিক দুরত্ব বজায় রাখবেন এবং নিয়মিত মাস্ক পড়বেন।🌹 https://www.teachers.gov.bd/ content/details/1398899

মতামত দিন