ডিমের খোসা দিয়ে তৈরি করে নিন সুন্দর সুন্দর পুতুল।

এটির চোখা মাথাটি ডিমপর খোলসের ছিদ্র দিয়ে ভেতরে ঢুকিয়ে আঠা ও পাতলা সাদা কাগজ দিয়ে ভালো করে জোড়া দিই। ডিমপর খোলসটি যেন চোঙার মাথায় সোজা হয়ে বসে যায়। আর জোড়ার কাগজ যেন ওপর থেকে চোখে না পড়ে। এবার ডিমের খোলসের ওপর পুতুলের চোখ,মুখ,নাক,চুল এবং বোর্ড কাগজের চোঙার ওপর পুতুলের গলার মালা ও পোশাক এঁকে দিই।

সাম্প্রতিক মন্তব্য


মোঃ মুমিনুল হক
🌹লাইক রেটিং সহ শুভকামনা রইলো। সুপ্রিয় বাতায়নপ্রেমী শিক্ষক-শিক্ষিকা, অ্যাম্বাসেডরবৃন্দ, সেরা কন্টেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক, সেরা অনলাইন পারফর্মগণ লাইক, রেটিংসহ আমার ১৩১ তম কন্টেন্ট দেখে আপনাদের সুপরামর্শ কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, সামাজিক দুরত্ব বজায় রাখবেন এবং নিয়মিত মাস্ক পড়বেন।🌹https://www.teachers.gov.bd/content/ details/1409945

মুহাম্মদ ইউছুফ
লাইক রেটিং সহ শুভকামনা রইলো।আমার আপলোডকৃত এ পাক্ষিকের দাখিল ৮ম শ্রেণির কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যাহ, সম্পর্কিত কনটেন্টটি ,ব্লগ,ও প্রকাশনা দেখে লাইক, রেটিংসহ ও আপনার সু-চিন্তিত মতামত দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল ।

মোঃ শফিকুল ইসলাম
পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত, রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।
মতামত দিন