রমাদ্বান শরীফ কিভাবে কাটাবেন, দুশ্চিন্তায় মানুষ

রমাদ্বান শরীফ কিভাবে কাটাবেন, দুশ্চিন্তায় মানুষ
রমাদ্বান
শরীফ উপলক্ষ্যে শুরু হয়েছে কেনাকাটা। তবে বাড়তি দাম নিয়ে দুশ্চিন্তা কাটছে না ক্রেতাদের।
নিম্ন আয়ের মানুষেরা মাছ-গোশত কেনার আশা ছেড়ে দামের কারণে শাক-সবজি কিনেও স্বস্তি পাচ্ছেন
না।
ছোট ছোট ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের অভিযোগ, বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট
করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে বাড়তি মুনাফা পকেটে ভরছেন। সরকার সংশ্লিষ্টরা বাজার নিয়ন্ত্রণ
করতে না পারায় সাধারণ ক্রেতাদের ওপর দিয়ে বাড়তি দামের ধকল যাচ্ছে। এতে রমাদ্বান শরীফ
এলেই সিন্ডিকেট চক্রের দামের চাপ পড়ছে ভোক্তাদের ঘাড়ে।
কেনাকাটা করতে আসা জনৈক ক্রেতার সাথে কথা বলে জানা যায়,
মুদিখানার দোকান থেকে ছোলা, চিনি, তেল, ডাল ও বেসন কিনেছেন ঠিকই। কিন্তু সবকিছুর বাড়তি
দামের জন্য কমিয়েছেন কেনাকাটা।
বাড়ি থেকে দুটি ব্যাগ সঙ্গে আনলেও একটি ব্যাগ না ভরতেই হিসেবের টাকা
শেষ দাবি করে বোরহান কবির বলেন, রমাদ্বান শরীফে মাসে তো চলতে হবে। আগে জিনিসপত্রের
দাম কম ছিল, যখন ইচ্ছে কিনতাম। কিন্তু এখন তো বাজার অনিয়ন্ত্রিত। দাম কমে না, শুধু
মাসে মাসে বেড়েই চলছে। কিন্তু আমার বেতন তো মাসে মাসে বাড়ছে না। আগে তিন কেজি খেজুর
কিনলেও এখন এক কেজি খেজুর কিনতে হচ্ছে। সবকিছুর দাম বেশি তাই অল্প অল্প করে কিনতে হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, ডলার সংকট, এলসি জটিলতা ও বিদেশি ফলে
আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় খরচ ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে, ফলে দামও দ্বিগুণ। তাদের দাবি,
খুচরা পর্যায়ে সব খেজুরের দামই ৫০ থেকে ১১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
সিটি বাজারের ফল ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ব্যবসার আর আগের মতো
নেই। আগে আড়ৎদারকে ১ লাখ টাকা দিলে তিন-চার লাখ টাকার পণ্য হাতে পেতাম। কিন্তু এখন
যে পরিমাণ টাকা, সেই পরিমাণ পণ্য। বাকি দিতে চায় না, আমদানি কম, খরচ বেশি, এলসি জটিলতাসহ
বিভিন্ন কারণে এবার খেজুরের দাম বেড়েছে বলেও জানান তিনি।
রংপুর সিটি বাজারের সবজি বিক্রেতা শাহিন মিয়া বলেন, কোনো
কিছুরই দাম কমছে না। বরং বাড়ছে। তাছাড়া আমদানির ওপর নির্ভর করে সবজির বাজার ওঠানামা
করছে।
এদিকে রমাদ্বান শরীফ উপলক্ষে সিটি বাজার তদারকি করেন
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় কাঁচাবাজারসহ মাছ, গোশত, ফল বিক্রেতাদের
দাম না বাড়ানোসহ পানি দিয়ে ওজন বাড়িয়ে ভোক্তাদের কাছে বিক্রি না করতে পরামর্শ দেন তারা।
বেশকিছু দোকানদারকে পণ্যের মূল্য তালিকা না রাখায় সতর্ক করার পাশাপাশি বেশি দামে বিক্রি
করার অভিযোগে জরিমানাও করা হয়।

সাম্প্রতিক মন্তব্য


মোঃ হাছান উদ্দিন
কতিপয় ব্যবসায়ী ও আড়ৎদার গণ বেশি মুনাফার আশায় বাজারে কৃত্রিম সংকট করছে। যা কারো কাম্য নয়।সময়োপযোগী উপস্থাপনার জন্য শুভকামনা রইল।

মোছাঃ নাজনীন খাতুন
পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন। আমার ব্লগ দেখা অনুরোধ রইল।

মুহাম্মদ নুরুন্নবী
কতিপয় ব্যবসায়ী ও আড়ৎদার গণ বেশি মুনাফার আশায় বাজারে কৃত্রিম সংকট করছে। যা কারো কাম্য নয়।সময়োপযোগী উপস্থাপনার জন্য শুভকামনা রইল।

হারাধন কর্মকার
পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

চন্দনা রাণী বড়ুয়া
লাইক ওপূর্ণ রেটিং সহ শুভকামনা

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মুহাম্মদ আলী আনছারী
কতিপয় ব্যবসায়ী ও আড়ৎদার গণ বেশি মুনাফার আশায় বাজারে কৃত্রিম সংকট করছে। যা কারো কাম্য নয়।সময়োপযোগী উপস্থাপনার জন্য শুভকামনা রইল।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মোছাঃ আমেনা খাতুন
শুভকামনা রইলো।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মোছাঃ নাজনীন খাতুন
লাইক ওপূর্ণ রেটিং সহ শুভকামনা

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মোঃ শফিউল আলম
লাইক ও রেটিংসহ সহ আপনার জন্য শুভ কামনা রইলো। আমার আপলোডকৃত ব্লগ, ভিডিও এবং কন্টেন্ট দেখে লাইক ও পূর্ণরেটিং সহ আপনার সুচিন্তিত মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কাজী মোহাম্মদ নেজাম উদ্দিন
কোনো কিছুরই দাম কমছে না। বরং বাড়ছে। তাছাড়া আমদানির ওপর নির্ভর করে সবজির বাজার ওঠানামা করছে।লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মোঃ শফিকুল ইসলাম
🌹 পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন। সুপ্রিয় বাতায়নপ্রেমী শিক্ষক-শিক্ষিকা, অ্যাম্বাসেডরবৃন্দ, সেরা কন্টেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক, সেরা অনলাইন পারফর্মগণ লাইক, রেটিংসহ আমার 90 তম কন্টেন্ট দেখে আপনাদের সুপরামর্শ কামনা করছি। 🌹🌹 কনটেন্ট লিংকঃ-https://www.teachers.gov.bd/content/details/1408628 🌿

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মোছাঃ হোসনে আরা
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট, ভিডিও কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান লাইক রেটিং সহ মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সাইরু আকতার
কতিপয় ব্যবসায়ী ও আড়ৎদার গণ বেশি মুনাফার আশায় বাজারে কৃত্রিম সংকট করছে। যা কারো কাম্য নয়।সময়োপযোগী উপস্থাপনার জন্য শুভকামনা রইল।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আবদুল কাদের
সময়োপযোগী উপস্থাপনা,রমাদ্বান শরীফ উপলক্ষ্যে শুরু হয়েছে কেনাকাটা। তবে বাড়তি দাম নিয়ে দুশ্চিন্তা কাটছে না ক্রেতাদের। লাইক রেটিং সহ আপনার জন্য শুভকামনা রইল।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মতামত দিন