হঠাৎ পানি বৃদ্ধি তিস্তায়, শঙ্কিত কৃষকরা

হঠাৎ পানি বৃদ্ধি তিস্তায়, শঙ্কিত কৃষকরা
ধু ধু বালুচরের তিস্তা নদীর বুকে হঠাৎ পানি বেড়েছে, এ কারণে শঙ্কিত হয়ে পড়েছেন লালমনিরহাটের তিস্তাপাড়ের কৃষকরা। গত বছর এমন দিনেই হঠাৎ ধেয়ে আসা বন্যায় ভেসে গেছে কৃষকদের কষ্টার্জিত সোনালি ফসল।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল থেকে তিস্তা নদীর সব খেয়াঘাট চালু
করেছে মাঝি-মাল্লারা। এর আগে জুমুয়াবার বিকেলেও হেঁটে তিস্তা নদী পাড়ি দিয়েছেন নদীপাড়ের
মানুষ।
জানা গেছে, ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত
হওয়ার পর নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ঐতিহাসিক এই
তিস্তা নদী। লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে
কুড়িগ্রাম জেলার চিলমারী বন্দর হয়ে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিশেছে এ নদী। নদীটির দৈর্ঘ্য
প্রায় ৩১৫ কিলোমিটার হলেও বাংলাদেশ অংশে রয়েছে প্রায় ১২৫ কিলোমিটার।
গজলডোবায় বাঁধ নির্মাণ করে উজানের প্রতিবেশী দেশ ভারত সরকার একতরফা
তিস্তার পানি নিয়ন্ত্রণ করায় বর্ষা শেষেই বাংলাদেশ অংশে তিস্তা মরুভূমিতে পরিণত হয়।
বর্ষাকালে বন্যা আর নদী ভাঙনের মুখে পড়ে তিস্তাপাড়ের মানুষ। ভাঙনে ও প্রবল স্রোতে ভেসে
যায় ফসলি জমি বসতভিটাসহ স্থাপনা। বর্ষা শেষ হলে পানি শুকিয়ে মরুভূমিতে পরিণত হয় তিস্তা
নদী। ঢেউহীন তিস্তার বুকে জেগে ওঠে অসংখ্য বালুচর।
নদীপাড়ের মানুষরা জানান, বর্ষকাল শেষ হতেই প্রতি বছরের মত এ বছরও
তিস্তা নদী পানিশুন্য হয়ে মরুভূমিতে পরিণত হয়। তিস্তার বুকে জেগে ওঠা অংসখ্য চরে ভুট্টা,
তামাক, গম, পেঁয়াজ, রসুন, মিষ্টিকুমড়া, চিনাবাদামসহ নানান জাতের সবজির চাষাবাদ করেছেন
কৃষকরা। বছরের এই একটি মাত্র মৌসুমে চাষাবাদকৃত ফসলে চরবাসীর চলে পুরো একটি বছরের খাবার।
গত জুমুয়াবার (২৪ মার্চ) দিনগত রাতে হঠাৎ মরুভূমির তিস্তা নদীতে
পানি বাড়তে শুরু করে। পরদিন গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে হেঁটে তিস্তা পাড়ি দেওয়া
অসম্ভব হয়ে পড়ে। ফলে নদীপাড়ে মাঝি মাল্লাদের হাঁকডাক বেড়ে যায়। চালু হয় মৃতসব খেয়াঘাট।
হঠাৎ পানি বাড়ায় চরাঞ্চলের নিচু জমিতে চাষাবাদকৃত ফসল
ডুবে গেছে। কোনো কোনো ক্ষেতের ফসল অর্ধেক পানির নিচে। এসব ক্ষেতের ফসল ঘরে তুলতে ব্যস্ত
সময় পার করছেন তিস্তাপাড়ের চাষিরা।
গোবর্দ্ধন চরের কৃষক তাজুল ইসলাম বলেন, কয়েক হাজার মিষ্টি কুমড়ার
চারা লাগিয়েছি। কুমড়া ধরেছেও প্রচুর। সেই কুমড়ার ক্ষেত অর্ধেক ডুবে গেছে। পানি কমলে
কিছু কুমড়া পাব। না কমে গত বছরের মত বন্যা হলে তো না খেয়ে মরতে হবে।

সাম্প্রতিক মন্তব্য


পরেশ কান্তি সাহা
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মুহাম্মদ নুরুন্নবী
সাধারণ কৃষকদের বিভিন্ন ফসলাদির চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুন্দর উপস্থাপনা,রেটিংসহ আপনার জন্য শুভকামনা।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

হান্নান আকতার
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

হারাধন কর্মকার
সুন্দর উপস্থাপনা,রেটিংসহ আপনার জন্য শুভকামনা।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আবদুল কাদের
সাধারণ কৃষকদের বিভিন্ন ফসলাদির চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুন্দর উপস্থাপনা,রেটিংসহ আপনার জন্য শুভকামনা।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

চন্দনা রাণী বড়ুয়া
🌹 ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ঐতিহাসিক এই তিস্তা নদী। বিভিন্ন ক্ষেত অর্ধেক ডুবে গেছে। সুন্দর উপস্থাপনা,রেটিংসহ আপনার জন্য শুভকামনা। 🌹

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মোঃ শফিকুল ইসলাম
🌹 পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন। সুপ্রিয় বাতায়নপ্রেমী শিক্ষক-শিক্ষিকা, অ্যাম্বাসেডরবৃন্দ, সেরা কন্টেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক, সেরা অনলাইন পারফর্মগণ লাইক, রেটিংসহ আমার কন্টেন্ট দেখে আপনাদের সুপরামর্শ কামনা করছি। 🌹🌹 কনটেন্ট লিংকঃ-https://www.teachers.gov.bd/content/details/1412441🌿

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মোহাম্মদ ইউনুচ মিয়া
সুন্দর উপস্থাপনা,রেটিংসহ আপনার জন্য শুভকামনা।।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

জয় কুমার বড়ুয়া
ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ঐতিহাসিক এই তিস্তা নদী। বিভিন্ন ক্ষেত অর্ধেক ডুবে গেছে। সুন্দর উপস্থাপনা,রেটিংসহ আপনার জন্য শুভকামনা।।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

রহিমা আখতার
তিস্তার বুকে জেগে ওঠা অংসখ্য চরে ভুট্টা, তামাক, গম, পেঁয়াজ, রসুন, মিষ্টিকুমড়া, চিনাবাদামসহ নানান জাতের সবজির চাষাবাদ করেছেন কৃষকরা। বছরের এই একটি মাত্র মৌসুমে চাষাবাদকৃত ফসলে চরবাসীর চলে পুরো একটি বছরের খাবার। তা নিমেষেই শেষ হওয়ার পথে। সুন্দর উপস্থাপনা,রেটিংসহ আপনার জন্য শুভকামনা।।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মুহাম্মদ আবদুল কুদ্দুছ
সাধারণ কৃষকদের বিভিন্ন ফসলাদির চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুন্দর উপস্থাপনা,রেটিংসহ আপনার জন্য শুভকামনা।।

মুহাম্মদ ইউছুফ
আমার ব্লগ দেখে মূল্যায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মতামত দিন