এক মাসেই লম্বা চুল চান? ভরসা করুন এই ঘরোয়া হেয়ার প্যাকে

এটি যা চুলে পুষ্টির যোগান দেয় আর চুলকে ঘন লম্বা আর জেল্লাদার করতে সাহায্য করে। এ ছাড়া অ্যালোভেরায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিয়োলাইটিক এনজাইম যা আপনার স্ক্যাল্পের ড্যামেজকে সারিয়ে তুলতে পারে। এর ফলে আপনার হেয়ার ফলিকলেরও পুষ্টি হয়, আর চুল বাড়েও খুব তাড়াতাড়ি। আর যদি খুশকির সমস্যা থাকে, তাহলেও অ্যালোভেরা উপকারী
কেমন করে তৈরি করবেন?
- একটা বাটিতে ফ্রেশ অ্যালোভেরা জেল, ক্যাস্টর অয়েল আর মেথির গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। তারপর আপনার স্ক্যাল্পে আর চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করে মাখুন।
- এবার একটা শাওয়ার ক্যাপ দিয়ে দিন। দরকার হলে একটা তোয়ালেও মাথায় জড়িয়ে রাখতে পারেন, তাহলে তা আপনার চুলে এক্সট্রা হিটের যোগান দেবে।
- পরদিন সকালে উঠে ভালো করে শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। সপ্তাহে অন্তত ১-২ বার করুন। উপকার পাবেনই।

সাম্প্রতিক মন্তব্য


মোছাঃ হোসনে আরা
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট, ভিডিও কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান লাইক রেটিং সহ মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।

ফিরোজ আহমেদ
Best wishes for you with like, comment and full rating.

তৌহিদা জাহান শম্পা
আপনার লেখা খুবই মানসম্মত এবং উপকারী। পূর্ণ লাইক,কমেন্ট ও শেয়ার করে আপনার পাশে রইলাম।আশা করি আপনিও আমার প্রফাইল ঘুরে দেখবেন এবং আপনার মুল্যবান মতামত প্রদান করবেন।
মতামত দিন