নতুন কারিকুলাম হোক আমাদের ব্রত!

নতুন কারিকুলামে বিজ্ঞান বিষয়ের উপর চমৎকার একটি সেশন পরিচালনা করেছি। যা পর্যবেক্ষণ করেছেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুজন দক্ষ, বিচক্ষন জনাব মামুন স্যার এবং শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক মাসুদ করিম স্যার। দুই জন ট্রেইনার স্যারই ৪টি ধাপ অনুসরণ করে ক্লাস পর্যবেক্ষণ করেছেন। ধাপে ধাপে আমরা কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করেছি।শেষে দলগত কাজ দিয়ে শিক্ষার্থীদের উপস্থাপন করিয়েছি। দলগত কাজ করার সময় শিক্ষার্থীদের একক ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের নৌকা সম্পর্কে নলেজ গেদার করেছেন। পরিশেষে, এই নৌকা বানানোর পেছনে যে বিজ্ঞান কাজ করেছে সে বিষয়েও অবগত হয়েছে। নৌকা, জাহাজ কেন পানিতে ডুবেনা সে বিষয়ে বৈজ্ঞানিক যুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা বুঝাতে পেরেছেন কাজ দিয়ে। ডিম পরীক্ষার মধ্যেও ঘনত্বে বিষয়টি বুঝিয়েছেন। নতুন কারিকুলাম সত্যিই আমাদের আনন্দের সাথে ক্লাস নিতে সহায়তা করছে।

সাম্প্রতিক মন্তব্য


মোঃ মেরাজুল ইসলাম
সুন্দর ও শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোডের জন্য লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইলো। আমার কন্টেন্ট দেখে লাইক ও রেটিংসহ মূল্যবান মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইলো
মতামত দিন