Loading..

ব্লগ

রিসেট

১৪ ফেব্রুয়ারি , ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

মাংস-খেকো গাছ

বিশ্বজুড়ে কত রং-বেরঙের বিচিত্র পশুপাখি এবং গাছপালা রয়েছে। এসব নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। আজ তোমাদের এমন একটা গাছের কথা বলব, যে গাছের গায়ে কোনো পোকামাকড় বসলে, তা ধরে খেয়ে ফেলে। কী অবাক কাণ্ড তাই না? গাছের গায়ে কোনো পোকামাকড় বসল আর অমনি তা ধরে খেয়ে ফেলল! হ্যাঁ বন্ধুরা, সম্প্রতি এমনই একটি গাছ আমেরিকার সানফ্রান্সিসকো কনজারভেটরি অব ফ্লাওয়ার্স-এ প্রদর্শিত হয়।
এ গাছের ইংরেজি নাম Carnivorous Plant. উদ্ভিদজগতে এটা মাংস-খেকো গাছ হিসেবে পরিচিত। এ গাছের গায়ে কোনো পোকামাকড় বসলে তা বন্দি করে ফেলে। এবং কয়েক ঘণ্টার মধ্যে তা খেয়ে হজমও করে ফেলে। মানুষের যেমন ভিটামিনের প্রয়োজন তেমনি এ গাছ এসব পোকামাকড় খেয়ে পুষ্টি চাহিদা মেটায়।
‘কারনিভরাস প্লান্ট’ সাধারণত সমুদ্র তীরবর্তী সেঁতসেঁতে নিচু এলাকায় জন্মায়। তবে অন্যান্য মহাদেশের তুলনায় উত্তর আমেরিকায় এ গাছ বেশি দেখা যায়।

আরো দেখুন