Loading..

ব্লগ

রিসেট

২১ ফেব্রুয়ারি , ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের অঙ্গীকার।

মা-মাতৃভূমির মতই প্রিয় আমাদের মাতৃভাষা। আর মাতৃভাষার আন্দোলনের উপর ভিত্তি করেই শুরু হয় আমাদের স্বাধীকার আন্দোলন এবং আমরা অর্জন করি স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে আমরাই একমাত্র জাতি যারা এই গৌরবময় মর্যাদা অর্জন করেছি। অথচ আমরা যখন বিভিন্ন সামাজিক ওয়েবসাইট বা পোর্টাল বা ব্লগে বাংলাকে রোমান হরফে লিখি তখন একবারও কি চিন্তা করি আমাদের সেই গৌরবময় মর্যাদার কথা। আমাদের দেশের অনেক শিক্ষিত ছেলে মেয়েরা পরস্পর পরস্পরকে ক্ষুদ্র বার্তা পাঠাচ্ছে ঠিক একই ভাবে। এবার যদি নিজেদের দিকে তাকাই তাহলে যা দেখছি তা আমি নাহয় নিজের মুখে নাইবা বললাম। সে কথাগুলো আমার বলা শোভা পায় না। তাই চলুন একটু পেছন ফিরে তাকাই যশোর টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক জনাব ওয়াজির হুসাইন স্যারের ব্লগের দিকে। এখানে প্রসংগত স্যারের লিখা থেকে কয়েকটি লাইন তুলে ধরছি। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

“শিক্ষক বাতায়ন শিক্ষকদেরই প্লাটফরম। এখানে শিক্ষকরাই বিভিন্ন পোষ্ট করে থাকেন। কিন্তু ভুল বাংলা বানান এই প্লাটফরমের সৌন্দর্য নষ্ট করছে”- ওয়াজির স্যারের সৌজন্যে।

 একবার ভেবে দেখুন এরূপ দেখলে নিজেদেরকে কি অভাগা মনে হয়। অথচ একটু চেষ্টা করলে আমরা বাংলা হরফে বাংলা লিখতে পারি এবং তা শুদ্ধ বানানে। যাহোক আবারও শ্রদ্ধেয় ওয়াজির স্যারের সাথে বলতে ইচ্ছে করে, আমরা শিক্ষকরাই যদি বাংলা শুদ্ধভাবে বানান লিখতে না পারি তাহলে শিক্ষার্থীদের কী শিখাবো? আমাদেরকে শুদ্ধ বানান চর্চার প্রতি যত্নশীল হতে হবে। ফেব্রুয়ারী মাস বাংলা ভাষার প্রতি আমাদের আবেগকে শুদ্ধ বাংলা ভাষার চর্চার প্রতিজ্ঞায় রূপান্তরিত করলে নিজেরা সমৃদ্ধ হবো। (বানানসহ সকল ত্রুটি মার্জনীয়)

আরো দেখুন