Loading..

ব্লগ

রিসেট

১৯ মার্চ, ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

মাল্টিমিডিয়া কন্টেন্ট ২য় রাউন্ড প্রতিযোগিতায় মনোনীত শিক্ষকগণকে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর এ অংশগ্রহণ নিশ্চিত প্রসঙ্গে।

সূত্রঃ এ টু আই প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস আদেশ নং- ০৩.৮০৫.০০৩.০০.০০.০২১.২০১৪.২০২;তারিখঃ ১৩মার্চ ২০১৪ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস আদেশ নম্বর- ওএম-১০১-জিএ/২০০৯/৩১০৬২/১০; তারিখঃ ২৮/১০/২০১৪ খ্রিঃ

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারের রুপকল্প-২০২১ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকদের পেশাগত উন্নয়নে দেশব্যাপী মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতা ২০১৩ এর কার্যক্রম শুরু হয়েছে।  মাল্টিমিডিয়া কন্টেন্ট ২য় রাউন্ড প্রতিযোগিতা নিম্ন বর্ণিত তারিখ, সময় ও ক্রমিক মোতাবেক অনুষ্ঠিত হবে।  অনুষ্ঠানের দিন ল্যাপটপ, ইন্টারনেট কানেকশন সম্বলিত মডেমসহ মনোনীত শিক্ষকদের সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর এ উপস্থিতি নিশ্চিত করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

তারিখ

উপস্থিতির সময়

সিরিয়াল নম্বর

স্থান

২২ মার্চ ২০১৪ ইং

সকাল ৯.০০

০১ থেকে ৩৫(কপি সংযুক্ত)

টিটিসি, রংপুর কম্পিউটার ল্যাব

২৩ মার্চ ২০১৪ ইং

সকাল ৯.০০

৩৬ থেকে ৬৩(কপি সংযুক্ত)

টিটিসি, রংপুর কম্পিউটার র্ল্যাব

 

 

 

 

 

(প্রফেসর মোঃ হামিদুল হক)

অধ্যক্ষ

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর।

ই-মেইলঃ [email protected]

 

 

প্রতিযোগীদের প্রস্তুতি

  1. প্রতিযোগী নিজের পছন্দমত ৬ষ্ঠ-১০ম শ্রেণীর যে কোন বই সাথে করে নিয়ে আসবেন।
  2. নিজের/প্রতিষ্ঠানের ল্যাপটপ, চার্জার, মাউস ও মডেম নিয়ে আসা।
  3. ল্যাপটপ ও মডেম চালু আছে কি না তা দেখে নেয়া।
  4. কম্পিউটারে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার (এমএস অপারেটিং সিস্টেম, অফিস ২০০৭/২০১০/২০১৩, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, এ টিউব কেচার, এডবি ফ্ল্যাশ প্লেয়ার, ভিএলসি মিডিয়া প্লেয়ার) ইন্সটল করে রাখা।
  5. কোন অবস্থাতেই পূর্ব থেকে প্রস্তুতকৃত কনটেন্ট অথবা download কৃত কনটেন্ট/still image/smart phone/virtual drive প্রতিযোগিতার সময় ব্যবহার করা যাবে না। অন্যথায় বিচারক মন্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
  6. প্রতিযোগিতা শুরুর পর শিক্ষকগণ শিক্ষক বাতায়ন, www.ictinedubd.ning.com, ই-মেইল, ব্লগ, Facebook, সহ কোন ধরণের সোশ্যাল মিডিয়াই প্রবেশ করতে পারবে না।
  7. প্রতিযোগীরা শুধুমাত্র নিজেদের ধারণ/সংগ্রহকৃত অডিও/ভিডিও ক্লিপ সংঙ্গে করে আনতে পারবেন । তবে প্রতিযোগিতা শুরুর আগেই তা সহায়তাকারীকে জানাতে হবে।

আরো দেখুন