Loading..

ব্লগ

রিসেট

১২ সেপ্টেম্বর, ২০১৩ ১২:০০ পূর্বাহ্ণ

আজ ছিল বাংলা গানের কিংবদন্তি শাহ আবদুল করিমের ৪র্থ মৃত্যুবার্ষিকী।

আজ বাংলা গানের কিংবদন্তি শাহ আবদুল করিমের ৪র্থ মৃত্যুবার্ষিকী। তিনি ১৯১৬ সালে সিলেট জেলার সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের প্রথম দিকে বৃহত্তর সিলেট অঞ্চলের গ্রামে গ্রামে মালজোড়া গান গাইতেন। সঙ্গীতসৃষ্টিতে তাঁর প্রেরণা ছিলেন তাঁর স্ত্রী আফতাবুন্নেসা। ভাটি অঞ্চলের মানুষের সুখ, প্রেম-ভালোবাসার পাশাপাশি তাঁর গান কথা বলে সকল অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে। তিনি তাঁর গানের অনুপ্রেরনা পেয়েছেন বাউল সম্রাট ফকির লালন শাহ, পুঞ্জু শাহ এবং দুদ্দু শাহ এর দর্শন থেকে। তিনি শরীয়তী, মারফতি, নবুয়ত, বেলায়াসহ সবধরনের বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চা করেছেন। এক সময় তাঁর গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। পরবর্তীতে তাঁর গান শহুরে আধুনিক ও সাম্প্রতিক সঙ্গীতধারার শিল্পীদেরও আকৃষ্ট করে এবং বহু শিল্পী তাঁর গান গেয়ে প্রতিষ্ঠা পায়। তিনি প্রায় দেড় হাজার গান সৃষ্টি করেন। এ পর্যন্ত তাঁর ৬টি গানের বই প্রকাশিত হয়েছে। সেগুলো হলো- আফতাব সংগীত, গণ সংগীত, কালনীর ঢেউ, ভাটির চিঠি, কালনীর কূলে এবং দোলমেলা। বাংলা একাডেমী তাঁর কিছু গান ইংরেজিতে অনূবাদ করে। তিনি ২০০১ সালে একুশে পদক লাভ করেন। এই মহান সঙ্গীতসাধক ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর সিলেটে মৃত্যুবরণ করেন।

আরো দেখুন