Loading..

ব্লগ

রিসেট

২১ সেপ্টেম্বর, ২০১৩ ১২:০০ পূর্বাহ্ণ

কম্পিউটার ভাল রাখার কিছু উপায়.....৫
     শুভেচ্ছা ও শুভকামনা সবাইকে। আশা করি সবাই ভাল আছেন এবং ভাল আছে আপনাদের কম্পিউটারগুলি। ভাল থাকলেও কম্পিউটারগুলি কখনও কখনও অস্বাভাবিক আচরন করে বসে। 
     যেমন হার্ডডিস্ক ড্রাইভে যথেষ্ট পরিমাণ জায়গা থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায়, কোনো জায়গাই ফাঁকা নেই। এ রকম হলে করণীয় কী? আজ আলোচনা করব সেই বিষয়টি নিয়ে।
হার্ডডিস্কের লুকিয়ে থাকা জায়গা ফাকা করা।
      এর জন্য আপনাকে যা করতে হবে(উইন্ডোজ-৭ এর জন্য) –
1.   প্রথমে Click > Start Menu > Computer
2.   ফলে My Computer চালু হবে।
3.   এবার Click > Organiz > Folder and Search Option
4.   ফলে Folder Option ডায়লগ বক্সটি চালু হবে।
5.   এখন View ট্যাবে ক্লিক করি।
6.   এবার Advanced setting এর মধ্যকার Hidden files and folder এর অধীনস্থ Show hiden files and folder এর রেডিও বাটনটি সিলেক্ট করে OK ক্লিক করি।
7.   এখন যে ড্রাইভের জায়গা পূর্ণ হয়ে আছে সেখানে গিয়ে দেখুন system volume information নামের একটি ফোল্ডার আছে।
8.   ঐ ফোল্ডারের ভেতরে থাকা সব ফাইল মুছে ফেলুন, ফোল্ডারটি মুছবেন না।
9.   এভাবে প্রতিটি ড্রাইভে এই নামের ফোল্ডার পাবেন এবং এই ফোল্ডারটি খালি করবেন।
10. তাহলেই হার্ডডিস্কের জায়গা খালি হবে।
11. কাজ শেষ হলে পুণরায়
12. Click > Start Menu > Computer
13. ফলে  My Computerচালু হবে।
14. এবার Click > Organiz > Folder and Search Option
15. ফলে Folder Option ডায়লগ বক্সটি চালু হবে।
16. এখন View ট্যাবে ক্লিক করি।
17. এবার Advanced setting এর মধ্যকার Hidden files and folder এর অধীনস্থ Don’t Show hiden files and folder এর রেডিও বাটনটি সিলেক্ট করে OK ক্লিক করি।
18. কিংবা Restore Defaults ক্লিক করে OK ক্লিক করে সিস্টেম ফাইলগুলো পুনরায় লুকিয়ে ফেলি।
      ভুলত্রুটি মার্জনীয়, ফাইলগুলো লুকিয়ে থাকলেও আমি কিন্তু লুকিয়ে থাকবোনা। আবার আসবো অন্য কোন দিন অন্য কিছু নিয়ে।

আরো দেখুন