Loading..

ব্লগ

রিসেট

২৩ সেপ্টেম্বর, ২০১৩ ১২:০০ পূর্বাহ্ণ

কম্পিউটার স্লো মনে হচ্ছে??? কয়েকটি উপায়ে ফাস্ট করে নিন। মোঃ মতিয়ার রহমান, সহঃশিক্ষক, যশোর শিক্ষা বোর্ড মডের স্কুল এন্ড কলেজ, যশোর

কম্পিউটার স্লো মনে হচ্ছে??? কয়েকটি উপায়ে ফাস্ট করে নিন
================================
> ৬ মাসে অন্তত একবার আপনার কম্পিউটার খুলে পরিস্কার করুন, এতে আপনার কম্পিউটার এর রেম ও পাওয়ার সাপ্লাই ইউনিট ভালো থাকবে এবং অন্যান্য ডিভাইস নষ্ট হওয়ারও ঝুকি থাকবেনা ।
> অনেক দিন যাবত অপারেটিং সিস্টেম ইনস্টল না দিয়ে থাকলে নতুন করে অপারেটিং সিস্টেম সেট আপ করুন … আপনার পিসির স্পিড আগের চেয়ে অনেক বাড়বে ।
> এন্টিভাইরাস নিয়মিত আপডেট রাখুন, আর এক কম্পিউটার এ কখনো ২টি এন্টিভাইরাস ইনস্টল করবেননা ।
> প্রতি সপ্তাহে আপনার কম্পিউটার এর জমে থাকা অতিরিক্ত ফাইল মুছে ফেলুন।
> উইনডোজ লোগো কি + R প্রেস করে recent, cookies লিখেও ফাইলগুলো মুছে ফেলুন ।
> অপ্রয়োজনীয় বা অপরিচিত কোনো ওয়েবসাইট এ সাইনআপ করবেননা ।

আরো দেখুন