Loading..

ব্লগ

রিসেট

২৩ সেপ্টেম্বর, ২০১৩ ১২:০০ পূর্বাহ্ণ

"টুকি-টাকি" নয়.....কন্টেন্ট

 

     শুভেচ্ছা ও শুভকামনা সবার জন্য। আজ আর কোন “টুকি-টাকি” নয় আপনাদের জন্য নিয়ে আসলাম একটি কন্টেন্ট। হয়ত ভাবছেন এ আর নতুন কি, সবাইতো প্রতিদিন-ই  কোন না কোন কন্টেন্ট আপলোড করছেন। তবে আমার বিশ্বাস এ কন্টেন্টটি একটু গতানুগতিক ধারার বাইরে। বুঝতে হলে আপনাকে কন্টেন্টি অবশ্যই ডাউনলোড করে দেখতে হবে।
     কন্টেন্ট-টিতে যুক্ত করা হয়েছে ধারা বর্ণনা । যদিও কন্টেন্ট-এ ধারা বর্ণনা সংযুক্ত করে  শিক্ষার্থীদের পাঠ দান যথোপযুক্ত বলে আমি মনে করি না। এখানে কেবল কন্টেন্টির ক্ষেত্রে একটু ভিন্নতা এবং আধুনিক বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে । ভিন্নতা এবং বৈশিষ্ট্য দেখতে এবং বুঝতে হলে অবশ্যই কন্টেন্টটি ডাউনলোড করে দেখতে হবে।
     ধারা বর্ণনা যুক্ত করার ফলে কন্টেন্ট-টির  সাইজ বড় হয়ে যাওয়ায় প্রথম এবং শেষের দিকের গতানুগতিক কিছু স্লাইড এবং মাঝ থেকে কিছু কম প্রয়োজীয় স্লাইড বাদ দিয়ে আপলোডের উপযোগী করা হয়েছে।  
     কন্টেন্ট-টি ডউনলোড করে প্রথমে চালু করলেই Protected View : This file originated from an Internet location and might be unsafe. Click for more details Enable Editing লেখা একটি বর্তা আসবে  অবশ্য ডাউনলোড করা সকল কন্টেন্ট-এর ক্ষেত্রে বার্তাটি এসে থাকে  কন্টেন্ট-এর সকল বৈশিষ্ট্য যথাযথ পেতে সবসময় Enable Editing ক্লিক করুন।
     কন্টেন্টি Read Only ফাইল করা তাই চালু করলেই আপানর কাছে “Password” চাইবে।  তবে "Read Only" ক্লিক করলেই আপনি স্বাভাবিক নিয়মে দেখতে পাবেন।  
    আর দেরি না করে চলুন দেখে আসি কন্টেন্ট-টি। সবশেষে মতামত দেওয়ার আহবান রইল।

 

আরো দেখুন