Loading..

ব্লগ

রিসেট

০৩ অক্টোবর, ২০১৩ ১২:০০ পূর্বাহ্ণ

পিটি আই/টিটিসি/ কলেজ পর্যায়ের শিক্ষকদের মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রাখা হল না।

আমি বাতায়নে বেশী কাজ না করলেও কিছু flash animation তৈরী ও আপলোড করেছি। বাংলাভাষায় আমি অন্ততঃ ৩০ টিরও বেশী Flash Animation তৈরী করেছি যেগুলো আপলোড করব ।  আমি কিছু মডেল কনটেন্টও তৈরী করেছি যা আগামীতে বাতায়নে দেখবেন। কিন্তু দুঃখের বিষয় আমি কিম্বা আমার মত কিছু ট্রেনার/কলেজ শিক্ষকগণ মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগীতা-২০১৩ তে অংশগ্রহণের সুযোগ পাচ্ছি না। পিটিআই, টিটিসি ও উচ্চমাধ্যমিক(কলেজ) পর্‍্যায়কে একটি ক্যাটাগরি হিসেবে ধরে অনায়াসে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেয়া যেত। কিন্তু তা নেই।এ ব্যাপারে শ্রদ্ধেয় ফারুক স্যারের ব্লগে প্রশ্ন করেছিলাম। কিন্তু আমার প্রশ্নের উত্তর পাই নি। প্রশ্নটি ছিল-" আমরা  পিটিআই, টিটিসি ও উচ্চমাধ্যমিক(কলেজ) পর্যায়ের শিক্ষকগণও কি এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারব? কিভাবে?" আমরা সত্যিই অবাঞ্ছিত। তা না হলে কেন উত্তর পেলাম না? কলেজ পর্যায়ের জন্য একটি ক্যাটাগরী কি রাখা যায় না? এটি কি খুবই অসম্ভব ব্যাপার?  যদি  আমাদের  সুযোগ দেয়া না হয় তাহলে ধরেই নিব আমরা প্রতিযোগিতার অযোগ্য কিম্বা এটি আমাদের অনধিকার চর্চা। কারও মনে আঘাত দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। 

আরো দেখুন