Loading..

ব্লগ

রিসেট

০৯ অক্টোবর, ২০১৩ ১২:০০ পূর্বাহ্ণ

কম্পিউটার ভাল রাখার কিছু উপায়.....৮
     শুভেচ্ছা এবং শুভকামনা সবাইকে। আশা করি সবাই ভাল আছেন এবং ভাল আছে আপনাদের কম্পিউটারগুলি।  তবে কখনও কখনও আমাদের কম্পিউটার গুলি  র‌্যাম কম থাকার কারণে ধীর গতির হয়ে যায়। তবে চাইলে কম্পিউটারের ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে দিয়ে কম্পিউটারটির গতি কিছুটা বাড়ানো যায়।
     আজ আমরা দেখবো কিভাবে কাজটি করা যায়।
ভার্চুয়াল মেমোরি বাড়ানো
1.  প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে properties-এ যান।
2.  এখন Advance system settings-এ ক্লিক করি।
3.  এবার performance কমান্ড গ্রুপের অধীন settings-এ ক্লিক করুন।
4.  এখানে আবার Advance-এ ক্লিক করুন।
5.  এখনVirtual memory কমান্ড গ্রুপের অধীন change-এ ক্লিক করি।
6.  নতুন উইন্ডো এলে Automaticaliy manage paging file size for all drives এর বামের চেক বক্স থেকে টিক তুলে দিন।
7.  এবার Custom size এর বামের রেডিও বাটন সিলেক্ট করে  সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন।
8.  তবে Initial size-এ আপনার কম্পিউটারের র‌্যামের size-এর দ্বিগুন এবং Maximum size-এ র‌্যামের size-এর চারগুন দিলে ভাল হয়।
     ভুলত্রুটি মার্জনীয়, আবার আসবো অন্য কোন দিন অন্য কিছু নিয়ে।

আরো দেখুন