Loading..

ব্লগ

রিসেট

২৮ অক্টোবর, ২০১৩ ১২:০০ পূর্বাহ্ণ

প্রয়োজনীয়তা হারাচ্ছে "কন্টেন্ট তৈরির টুকি-টাকি....."
     শুভেচ্ছা এবং শুভকামনা রইল বরাবরের মত। ২০ আগষ্ট ২০১৩ তারিখে নিতান্তই খেয়ালের বশে যাত্রা শুরু হয়েছিল  “কন্টেন্ট তৈরির টুকি টাকি.....” এর। আজ ২৮ অক্টোবর ২০১৩ এরই মধ্য পেরিয়ে গেছে ৩০ (ত্রিশ)টি পর্ব এবং আস্তে আস্তে হারাতে শুরু করেছে তার প্রয়োজনীয়তা।
প্রথমেই একটি তথ্য তুলে ধরছি.....
কন্টেন্ট তৈরির টুকি-টাকি..... এর Viewer সংখ্যা-১৩৫
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....এর Viewer সংখ্যা-১১৮
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....এর Viewer সংখ্যা-১১০
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....এর Viewer সংখ্যা-১১৯
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....এর Viewer সংখ্যা-১০১
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....এর Viewer সংখ্যা-১৩২
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....এর Viewer সংখ্যা-৯৭
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....এর Viewer সংখ্যা-৯১
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....এর Viewer সংখ্যা-১৪১
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....এর Viewer সংখ্যা-১২৬
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....এর Viewer সংখ্যা-১১৬
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....এর Viewer সংখ্যা-১০০
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....এর Viewer সংখ্যা-১০৬
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....এর Viewer সংখ্যা-৮৮
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....এর Viewer সংখ্যা-৯৭
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....এর Viewer সংখ্যা-৯৪
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....এর Viewer সংখ্যা-৮১
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....এর Viewer সংখ্যা-৮৮
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....এর Viewer সংখ্যা-১০০
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....২০ এর Viewer সংখ্যা-১১৪
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....২১ এর Viewer সংখ্যা-১০৭
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....২২ এর Viewer সংখ্যা-১০৫
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....২৩ এর Viewer সংখ্যা-৮৩
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....২৪ এর Viewer সংখ্যা-১০৫
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....২৫ এর Viewer সংখ্যা-১০৩
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....২৬ এর Viewer সংখ্যা-৮৫
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....২৭ এর Viewer সংখ্যা-১৫৬
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....২৮ এর Viewer সংখ্যা-৭৬
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....২৯ এর Viewer সংখ্যা-৬০
কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....৩০ এর Viewer সংখ্যা-৫৭
     কোন কিছুর প্রয়োজনীয়তা হারানোটি হতাশার হলেও আমার কাছে এই “কন্টেন্ট তৈরির টুকি টাকি.....” এর প্রয়োজনীয়তা হারানোটি কিন্তু ‘হতাশার’ নয় ‘আশার’। আমার কথাগুলি হয়ত অস্বাভাবিক কিংবা অযৌক্তিক মনে হতে পারে। কিন্তু না “কন্টেন্ট তৈরির টুকি টাকি.....” এর প্রয়োজনীয়তা হারানোটি আমার জন্য কেন আশার সেটির কিছু যৌক্তিকতা আছে।
     আমরা যারা এই বাতায়নে আছি সবাই ‘ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টেন’ র উপর প্রশিক্ষণ প্রাপ্ত। আমাদের এই প্রশিক্ষনের যে টুকি টাকি অপূর্ণতা সেগুলি কাটিয়ে উঠতে আমার এই প্রয়াশ ছিল। বাতায়নের অনেকেই হয়ত আমার এই লেখা গুলি থেকে তাদের ছোটখাটো অপূর্ণতা গুলি অনেক সময় কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। আর এই সক্ষমতা নিশ্চই তাকে সম্পূর্ণতা দিয়েছে যে কারনেই “কন্টেন্ট তৈরির টুকি টাকি.....”  আজ সেই সকল শিক্ষক তথা অনেকের কাছে প্রয়োজনীয়তা হারিয়েছে।
     আপনাদের কাছে বিষয়টি কেমন মনে হচ্ছে জানিনা তবে আমার কাছে কিন্তু বিষয়টি অবশ্যই ‘আশার’ বলে মনে হচ্ছে। আমিও সেই দিনের প্রত্যাশায় আছি যেদিন আমরা সবাই হব ‘নিজেকে নয় অন্যকে গড়ার কারিগর’। সবশেষে সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা।
     ভুল-ত্রুটি মার্জনীয়। হয়ত দেখা হবে আবার অন্য কোন দিন অন্য কিছু নিয়ে।

আরো দেখুন