Loading..

ব্লগ

রিসেট

২৯ অক্টোবর, ২০১৩ ১২:০০ পূর্বাহ্ণ

কন্টেন্ট তৈরির টুকি-টাকি.....৩১
     শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শুরু করলাম। আমাদের অনেক সময় একটি কন্টেন্টের মাধ্যমে ভিন্ন ভিন্ন বিষয় উপস্থাপন করার প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে বিষয় বস্তুর ভিন্নতার সাথে সাথে যদি স্লাইডের ধরনও (টেম্পপ্লেট, থিম্‌স) ভিন্ন ভিন্ন হয় তাহলে কেমন হয়? অর্থাৎ কন্টেন্ট একটি কিন্তু স্লাইডের ধরন প্রেক্ষাপট অনুযায়ী ভিন্ন Design এর।
     আজ আমরা শেখার চেষ্টার করব কাজটি কিভাবে করা যায়।
একটি Presentation (কন্টেন্ট)-এ বিভিন্ন Design এর Slide (Thems) ব্যবহার করা।
1.   প্রথমে পছন্দমত Design এর একটি নতুন PowerPoint Presentation ফাইল Open করি এবং প্রয়োজনে সেটিকে যে কোন নামে Save করে নিই।
2.   এখন বাম প্যানে প্রদর্শিত স্লাইডে মাউসের ডান বাটন Click > New Slide পদ্ধতি ব্যবহার করে অথবা Enter চেপে ২/৩ টি নতুন Slide যুক্ত করে নিই।  
3.   এবার যে Slide টির পরে নতুন Design এর Slide যুক্ত করতে চাই (সাধারণত নিচে যুক্ত করতে চেয়ে থাকি, তাই নিচের Slide) সেটিকে ক্লিক করে সিলেক্ট করি। 
4.   এখন PowerPoint-2007, 2010 এবং 2013 এর জন্য Click > Design > Thems কমান্ড গ্রুপের অধীন More ড্রপডাউন এ্যারোতে ক্লিক করে যে Design এর Slide -টি আগেরটির পরে নতুন হিসেবে যুক্ত করতে চাই সেই Design এর Slide টির উপর মাউসের ডান বাটন ক্লিক করে Apply to Selected Slides ক্লিক করি।
5.   ফলে বাম পার্শ্বের সিলেক্ট করা Slide টি অনুরুপ নতুন Design এর Slide হয়ে যাবে।
6.   এখন নতুন Design এর Slide যদি আরও কয়েকটি পেতে চাই তাহলে এখনই কিংবা পরবর্তীতে মাউসের ডান বাটন Click > New Slide পদ্ধতি ব্যবহার করে অথবা Enter চেপে প্রয়োজন মত বাড়িয়ে নিতে পারি।   
7.   পুনরায় একই পদ্ধতি ব্যবহার করে যতখুশি আলাদা আলাদা পছন্দমত Design এর Slide যুক্ত করতে পারি।
8.   তবে প্রতিবার নতুন Design এর Slide যুক্ত করার আগে পূর্বের স্লাইডটি কমপক্ষে একটি  বৃদ্ধি করে নিতে হবে। কেননা সর্বশেষ Slide টি হবে নতুন Design এর।
9.   পরবর্তীতে চাহিদামত যে কোন স্থানে এক বা একাধিক সংযোজন বা বিয়োজনের  ব্যবস্থা তো থাকছেই।
10. সবশেষে PowerPoint Presentation ফাইল (কন্টেন্ট) টি পুনরায় Save করি।
11. এবার এখনই অথবা পরে যখন খুশি PowerPoint Presentation (কন্টেন্ট)-টি যথাযথভাবে তৈরি করে এ্যানিমেশন সম্পন্ন করে চালিয়ে দেখি।
    ভুল-ত্রুটি মার্জনীয়, নতুন Design এর Slide-র মত নতুন নতুন টুকি-টাকি নিয়ে আমি আবারও ফিরে আসবো অন্য কোন দিন অন্য কিছু নিয়ে। 

আরো দেখুন