Loading..

ব্লগ

রিসেট

২২ জানুয়ারি, ২০২৪ ০৯:০৪ পূর্বাহ্ণ

<><> বিদ্যালয়ে দৈনন্দিন সমাবেশের নিয়ম <><>

১) জাতীয় পতাকা উত্তোলন এবং অভিবাদন:
বিদ্যালয় প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করবে।এ সময় সকলে সোজা অবস্থায় থাকবে।পতাকা উত্তোলন করে এক পদক্ষেপ পিছনে এসে জাতীয় পতাকাকে সম্মান জানাবে। উপস্থিত সকলে হাত তুলে একসাথে পতাকাকে সম্মান জানাবে।

২)পবিত্র কোরআন থেকে পাঠ:
(অন্যান্য ধর্মের শিক্ষার্থীরা থাকলে তাদের ধর্ম
গ্রন্থ থেকে ও পাঠ করা যেতে পারে)একজন
পাঠ করবে অন্যরা সকলে শ্রবণ করবে।এ সময়
সকলে সম্পূর্ণ আরামে প্রার্থনার ভঙ্গিতে দাড়িয়ে
থাকবে।

৩)আনুগত্যের শপথ গ্রহণ:
একজন শিক্ষার্থী শপথ বাক্য পাঠ করবে,অন্যরা তার সাথে বলবে।শপথ এর সময় শিক্ষার্থীদের ডান হাত কাঁধ বরাবর সম্মুখে তুলে সোজা হয়ে দাঁড়াবে।

৪)জাতীয় সংগীত পরিবেশন:
সকলে সমস্বরে তাল ও লয় ঠিক রেখে জাতীয়
সংগীত গাইবে।এ সময় সকলে সোজা অবস্থায়
দাড়াবে।

৫)প্রতিষ্ঠান প্রধানের বক্তব্য-(প্রয়োজন হলে)

৬)পাঁচ মিনিটের জন্য শরীর চর্চা(পিটি)-এমন ভাবে পিটি করানো যাবে না যাতে শিক্ষার্থীর হাতে বা জামা কাপড়ে মাটি লাগে।

৭)সমাবেশ শেষে শিক্ষার্থীরা শৃঙ্খলার সাথে নিজ
নিজ শ্রেণি কক্ষে গমন করবে।