Loading..

ব্লগ

রিসেট

২৭ এপ্রিল, ২০২৪ ০৩:২৭ অপরাহ্ণ

থানকুনি পাতার উপকারিতা

থানকুনি পাতার উপকারিতা

 

 জ্বর : থানকুনি পাতার রস চামচ শিউলি পাতার রস চামচ মিশিয়ে প্রতিদিন সকালে খেলে জ্বর সারে।

 

পেটের পীড়া : অল্প পরিমাণ আমগাছের ছাল, আনারসের কচি পাতা ১টি, কাঁচা হলুদের রস, / টি থানকুনি গাছ শিকড়সহ ভাল করে ধুয়ে একত্রে বেটে রস করে খালি পেটে খেলে পেটের পীড়া ভাল হয়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা আরো বেশি কার্যকর।

 

গ্যাস্ট্রিক : আধা কেজি দুধে পোয়া মিশ্রি আধা পোয়া থানকুনি পাতার রস একত্রে মিশিয়ে প্রতিদিন সকালে সপ্তাহ খেলে গ্যাস্ট্রিক ভাল হয়।

 

হজম শক্তি বৃদ্ধি : বেগুন/পেঁপের সাথে থানকুনি পাতা মিশিয়ে শুকতা রান্না করে প্রতিদিন মাস খেলে হজম শক্তি বৃদ্ধি পায়।

 

রক্ত দূষণ রোধে থানকুনি : প্রতিদিন সকালে খালিপেটে চা চামচ থানকুনি পাতার রস চা চামচ মধু/ মিশিয়ে দিন খেলে রক্ত দূষণ ভাল হয়।

 

বাক স্ফুরনে: যে সব বাচচা কথা বলতে দেরি করে অথবা অস্পষ্ট, সে ক্ষেত্রে চামচ করে ধান কুনি পাতার রস গরম করে ঠান্ডা হলে ২০/২৫ ফোঁটা মধু মিশিয়ে ঠান্ডা দুধের সাথে কিছুদিন খাওয়ালে অসুবিধাটা সেরে যায়।

 

খুসখুসে কাশিতে : চামচ থানকুনির রস সামান্য চিনিসহ খেলে সঙ্গে সঙ্গে খুসখুসে কাশিতে উপকার পাওয়া যায়। সপ্তাহ খেলে পুরোপুরি ভালো হয়ে যাবে।

 

আমাশয় : প্রতিদিন সকালে / টি থানকুনি পাতা চিবিয়ে দিন খেলে আমাশয় ভাল হয়। অথবা, থানকুনি পাতা বেটে পাতার রসের সাথে চিনি মিশিয়ে দুই চামচ দিনে দুই বার খেলে আমাশয় ভাল হয়।

 

পেট ব্যথা : থানকুনি পাতা বেটে গরম ভাতের সাথে খেলে পেট ব্যথা ভাল হয়।

 

লিভারের সমস্যা : প্রতিদিন সকালে থানকুনির রস চামচ, / ফোঁটা হলুদের রস (বাচ্চাদের লিভারের দোষে) সামান্য চিনি মধুসহ মাস খেলে লিভারের সমস্যা ভাল হয়।

 

লাবণ্যতা : যদি মুখ মলিন হয়, লাবণ্যতা কমে যায় তবে - চা চামচ থানকুনি পাতার রস দুধ দিয়ে খেতে হবে। নিয়মিত করলে উপকার পাবেন।

 

দূষিত ক্ষত : মূলসহ সমগ্র গাছ নিয়ে সিদ্ধ করে সেই জল দিয়ে দূষিত ক্ষত ধুতে হবে।

 

মুখে ঘা : থানকুনি পাতা সিদ্ধ জল দিয়ে গারগিল করতে হবে।

 

আঘাত : কোথাও থেঁতলে গেলে থানকুনি গাছ বেটে অল্প গরম করে আঘাতপ্রাপ্ত  স্থানে প্রলেপ দিলে উপকার পাবেন।

 

সাধারণ ক্ষত : থানকুনি পাতা বেটে ঘিয়ের সঙ্গে জ্বাল দিয়ে ঠাণ্ডা করে তা ক্ষত স্থানে লাগাতে হবে।

 

চুল পড়া : অপুষ্টির অভাবে এই পাতার রস খান।

 

 

আসুন আমরা থানকুনি পাতা দিয়ে শরীরের প্রচুর রোগ থেকে নিজেকে দূরে রাখি।