Loading..

ব্লগ

রিসেট

০৭ মে, ২০২৪ ০৭:২৮ অপরাহ্ণ

দক্ষতা অর্জনের সবচেয়ে বড় সহায়ক হলো স্বদিচ্ছা

 

গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ল্যাব একেবারেই হাতে গোনা যাকে নাই বললেই চলে। তবে বর্তমানে সরকার কিছু কিছু প্রতিষ্ঠানে রাসেল ডিজিটাল ল্যাব চালু করেছেন যা আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের দিকে আরো একধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। এটা কোন রাজনৈতিক পোস্ট নয়, একান্ত ই আমার কথা।

 

যাই হোক আসল কথায় আসি,, আজকে ল্যাবে ছাত্রীদের নিয়ে যাওয়ার পর খুব বেশি খারাপ লেগেছে তার সাথে আশ্চর্য ও কম হয়নি।

 

খারাপ লেগেছে কারন এরা ল্যাপটপ মানে এমন একটা জিনিসকে বুঝে যা হয়তো ধরলেই নষ্ট হয়ে যাবে আর আশ্চর্য হয়েছি কারন এদের ল্যাপটপের বেসিক কিছু জিনিস বলার সাথে সাথে তারা কাজটা গুছিয়ে করতে পেরেছে যদিও প্রথমে ল্যাপটপ ভীতি দূর করতে হয়েছে আমাকেই।

ক্লাস শেষে তাদের আবদার ছিলো টিফিন পিরিয়ডে ও তারা কাজ শিখতে চায়।

 

কম্পিউটার কিংবা ল্যাপটপ নিয়ে এই ভীতি আমাদের অনেকেরই রয়েছে, আমরা ভাবি হয়তো একটু এদিক সেদিক হলেই কম্পিউটার নষ্ট হয়ে যাবে কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। কম্পিউটারে যত কাজ করা হবে ততো এটা ভালো থাকবে আর সাথে হালকা ইংরেজি ভাষায় দক্ষতা থাকলে তো সোনায় সোহাগা।

 

আরো দেখুন