Loading..

ব্লগ

রিসেট

০৭ মে, ২০২৪ ০৯:৪৬ অপরাহ্ণ

প্লেজিয়ারিজম আসলে কি???????

অনেক বড় বড় পোস্ট কিংবা ছোট একটি পোস্ট যেটাই হোক না কেন পোস্টের শেষে সংগৃহীত কথাটা আমরা অনেক সময়ই পেয়ে থাকি। আসলে এটা এক ধরনের কৃতজ্ঞতা বা স্বীকৃতি দেয়া পোস্টের লেখককে।



আবার অনেকেই পোস্ট কপি করে ঠিকই কিন্তু সংগৃহীত কিংবা কপিকৃত কথাটি লিখতে নারাজ।



অন্যের ধ্যানধারনা, গবেষণা, কৌশল, লেখা, ডেটা, ছবি, শব্দ, গান ইত্যাদি কপি করার পূর্বে মূল লেখকের নাম উল্লেখ না করে সরাসরি নিজের নামে চালিয়ে দেয়াকে প্লেজিয়ারিজম বলে।


আমরা এই প্লেজিয়ারিজমকে গুরুত্ব না দিলেও মূল লেখক ইচ্ছে করলে আপনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পারবে।



So, be careful about it....

 

আরো দেখুন