Loading..

ব্লগ

রিসেট

০৮ মে, ২০২৪ ১২:৫৫ পূর্বাহ্ণ

নিসিন্দা গাছের উপকারিতা

নিসিন্দা গাছের উপকারিতা

নিসিন্দা বড় গাছ। গ্রামের বাড়ির আঙিনায় হরহামেশাই আপনি নিসিন্দার দেখা পেতে পারেন ।তবে আপনি যদি আপনার বাসার বারান্দায় কিংবা ছাদে নিসিন্দা গাছ লাগাতে চান তাহলে আপনাকে অবশ্যই এর বনসাই করে নিতে হবে। একটি নিসিন্দা গাছ বাসায় থাকা মানেই এটি আপনার ওষুধের খরচ অনেকাংশে কমিয়ে দিবে। বিশেষত শহর অঞ্চলে প্রায় প্রতি বাসাতেই এমন লোক থাকে যার মাথায় খুশকির সমস্যা । নিসিন্দা খুশকি দূর করতে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া এর আর যেইসব গুণ আছে তা হলোঃ-

  • স্মৃতিশক্তি বর্ধক হিসেবে নিসিন্দা পাতা ব্যবহৃত হয়।
  • মলদ্বারের ক্ষত সারাতে এটি ব্যবহৃত হয়।
  • খুশকি ও টাকের চিকিৎসায় এটি অত্যন্ত কার্যকরী।
  • ক্ষতস্থান ও ফোঁড়া সারানো ক্ষেত্রেও ব্যবহৃত হয়।
  • নিসিন্দা পাতার গুড়া মেদ হ্রাসে সহায়তা করে।
  • কৃমি সারাতে এটি অত্যন্ত কার্যকরী।
  • শরীরের বিভিন্ন স্থানের চুলকানি, ঘা,পাঁচড়া প্রভৃতি নিরাময়ে এটি ব্যবহৃত হয়।
  • নিসিন্দা গাছের বাকল চায়ের মতন করে খেলে হাঁপানি সারিয়ে তোলে।
  • দেহের উপরের কোন জায়গায় টিউমার হচ্ছে দেখা গেলে যদি নিসিন্দা পাতা বেঁটে লাগানো হয় তবে তা সারিয়ে তোলে।
  • এটি বাতের ব্যথা সারিয়ে তোলে।
  • শিশুদের শয্যামূত্র বন্ধ করতে নিসিন্দা অত্যন্ত কার্যকরী।

আরো দেখুন