Loading..

ব্লগ

রিসেট

০৮ মে, ২০২৪ ১২:৫৭ পূর্বাহ্ণ

জবার উপকারিতা,লাল জবা ফুল

জবার উপকারিতা

আপনি গানে কবিতায় যেই লাল জবা ফুলের এত প্রশংসা শুনেছেন, যেই লাল জবা ফুল প্রেমিকেরা তাঁদের প্রেমিকাদের খোঁপায় বেঁধে দিতে চান, তাঁর ভেষজ গুরত্ব কোন অংশেই কম নয়। বিশেষ কারো কাছে থেকে পাওয়া লাল জবা যেমন “হৃদয়ের” রক্তক্ষরণ বন্ধ করতে পারে, সেই লাল জবাই আবার আপনি ব্যবহার করতে পারেন “দেহের” রক্তক্ষরণ বন্ধ করার কাজে। এরকম বিশেষ গুণের অধিকারী উদ্ভিদ তো আপনার বারান্দায় কিংবা ছাদে জায়গা পেতেই পারে। দেখে নেয়া যাক, জবার উপকারিতা – 

  • চর্মরোগ কিংবা হাতের তালুর ছাল ওঠার প্রতিকার হিসেবে জবাফুল ঘষে ব্যবহার করা হয়।
  • বমি বমি ভাব দূর করতে জবা ফুলের শরবত খেতে পারেন।
  • নারীদের অনিয়মিত মাসিক এবং অতিস্রাবের সমস্যা থেকে মুক্তি পেতে জবা ফুল ব্যবহৃত হয়। 

আরো দেখুন