Loading..

ব্লগ

রিসেট

০৮ মে, ২০২৪ ০১:০১ পূর্বাহ্ণ

ফিভারফিউ,জ্বর-জাড়ি সারাতে ফিভারফিউয়ের জুড়ি মেলা ভার।

জ্বর-জাড়ি সারাতে ফিভারফিউয়ের জুড়ি মেলা ভার। মাথায় প্রচন্ড ব্যথা? দেরি না করে কিছুটা ফিভারফিউয়ের পাতা ছিঁড়ে চিবিয়ে নিন। অথবা চায়ের সঙ্গে মিশিয়ে পান করুন। ব্যথা নিমেষে গায়েব হবে।

 ফিভারফিউ-এর ব্যথানাশক এবং প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে বলে মনে করা হয় । এটি পরামর্শ দেওয়া হয়েছে যে এটি আপনার রক্ত ​​​​কোষ থেকে একটি প্রদাহজনক পদার্থ, সেরোটোনিন, নিঃসরণ হ্রাস করে এবং আপনার শরীরে হিস্টামিন নামক একটি রাসায়নিক ট্রান্সমিটারের উত্পাদনকে ধীর করে দেয়।

আরো দেখুন