Loading..

ব্লগ

রিসেট

০৮ মে, ২০২৪ ০৭:৫৩ পূর্বাহ্ণ

ভ্রমণে সাশ্রয় করবেন যেভাবে ভ্রমণে সাশ্রয় করবেন যেভাবে

অনেকেই মনে করেন ঘুরে বেড়ানোটা খুবই খরচের ব্যাপার। অথচ কিছু ছোট ছোট জিনিস জানা থাকলে বা অনুসরণ করলে খুব সহজেই দেশের ভেতরে বা বাইরে বেড়ানোর খরচ ৩০ থেকে ৪০ শতাংশ কমিয়ে আনা সম্ভব। আসুন জেনেই নেই কিছু কৌশল যা অনুসরণ করে কম খরচে ভ্রমণ করা সম্ভব। 

  • দলীয়ভাবে বেড়ানোর প্ল্যান করতে হবে। এতে খরচ কমে।
  • অফ-সিজনে ভ্রমণ করলে খরচ কম হয়।
  • নিজে ব্যবস্থা করলে খরচ কমে আসে।
  • প্রিপ্ল্যান ও প্রি-বুকিং করুন।
  • শুকনো খাবার ও পানি সঙ্গে রাখুন।
  • হেঁটে হেঁটে কাছাকাছি জায়গাগুলো এক্সপ্লোর করুন।
  • স্ট্রিট ফুডের দোকানে খাবারের মাধ্যমে খরচ কমাতে পারেন। দরদাম করুন।
  • ক্যাম্পিং করলে খরচ কমে ও প্রকৃতির স্বাদ আরও কাছ থেকে পাওয়া যায়।
  • ভ্রমণে গেলে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহারের চেষ্টা করুন। 
  • নতুন কোথাও গেলে কেনাকাটা বাবদ নির্দিষ্ট বাজেট রাখুন। এর বাইরে খরচ করবেন না।
  • বাইরে ঘুরতে গিয়ে বিলাসি পদে মনোযোগ না দিয়ে সেই স্থানের বিশেষ খাবারগুলো পরখ করে দেখুন।
  • কমিউনিটি ট্যুরিজম বা স্থানীয় লোকেদের সাহায্য নিন। 

আরো দেখুন