Loading..

ব্লগ

রিসেট

০৮ মে, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ

আজ ২৫ শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বিমানব শ্রদ্ধা

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের কোনো লেখা ঠিক গঙ্গাজলে গঙ্গা পুজো করার মতো,...কারণ উনি ছাড়া আমাদের ভাড়াঁর শূন্য, আমাদের আপামর বাঙালি জাতির জন্ম থেকে মৃত্যু,সুখ থেকে দুঃখ... সব কিছুতেই রবীন্দ্রনাথ ছাড়া অসম্পূর্ণ,....আর আজ যখন তাঁর ই জন্মদিন সেদিন ও তাঁর আশ্রয় না নিয়ে আর গতি নেই, ....সমগ্র বিশ্বের দরবারে তার খ্যাতি বাঙালি হিসাবে গর্বিত করে আমাদের, ...পৃথিবীর বুকে মানুষের অস্তিত্ব যতদিন থাকবে এই এক ঠাকুরের আরতি সবসময় ই চলবে.... একজন মানুষ কতখানি দূরদর্শী ছিলেন তার আজ আর বলার অপেক্ষা রাখে না... 


"আজি হতে শতবর্ষ পরে

কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি

কৌতূহলভরে--

আজি হতে শতবর্ষ পরে। "

যিনি অবলীলায় বলতে পারতেন বা বুঝে গিয়েছিলেন ...যে শতবর্ষ পরে ও তাঁর লেখার আশ্রয় ই... মানুষের সুখ-দুঃখের আধার হবে,🙏🙏🙏


"তবু তুমি একবার খুলিয়া দক্ষিণদ্বার

বসি বাতায়নে

সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহি

ভেবে দেখো মনে--"

আজ বিশ্ববাসী যখন গৃহবন্দী ছিল ,সবটা ভীষণ রকম অনিশ্চয়তা পূর্ণ তখন ও  মনে মনে ভাবতে গেলে ও আবারো সেই কবির ই আশ্রয়..

"ভালো মন্দ যাহাই আসুক

সত্যেরে লও সহজে।"

"কেউ বা তোমায় ভালোবাসে

কেউ বা বাসতে পারে না যে,"....

আজ সত্যি এমন মানুষ বিরল যিনি কবিকে ভালোবাসতে পারিনি... বরং নেই বললেই চলে,আজ তোমাকে আমরা চোখে দেখতে না পেলেও তুমি আছো আমাদের সমগ্র হৃদয় জুড়ে , সমগ্র সত্তা ভরে, আর থাকবেও চিরকাল 🙏🏻❤....

"নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।

হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে ॥"

হে বিশ্বকবি তোমারে জানাই অন্তরের শ্রদ্ধা, জন্মদিনের শুভেচ্ছা ও প্রণাম....

আবারো একবার তোমারি ভাষায় বলি ...

"আবার তুমি ছদ্মবেশে   আমার সাথে খেলাও হেসে গো,

নূতন প্রেমে ভালোবাসি আবার ধরণীরে ॥"

আবার যদি ইচ্ছা করো আবার এসো ফিরে।

লেখনী.... বিশ্বকবিকে আশ্রয় করে, তনুশ্রী মিত্র। 

আরো দেখুন