Loading..

ব্লগ

রিসেট

০৮ মে, ২০২৪ ০৮:০১ অপরাহ্ণ

ব্রি ধান-১০৫ : ডায়াবিটিস রোগীদের জন্য নিরাপদ


 

গোপালগঞ্জে গবেষণা মাঠে ডায়াবিটিস রোগীদের জন্য নিরাপদ নতুন উদ্ভাবিত ব্রি ধান-১০৫ আবাদে সাফল্য মিলেছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি), গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের গবেষণা মাঠে ব্রি ধান ১০৫ ডায়াবিটিস রাইস বিঘা জমিতে বীজ উৎপাদনের আবাদ করা হয়। চলাতি বছরের মার্চে চাষের অনুমোদন পায় নতুন উদ্ভাবিত ব্রি ধান-১০৫। তারপর ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের গবেষণা মাঠে ধানটি চাষ করা হয়। 

 

ব্রি সর্বশেষ জাত হলো ব্রি ধান-১০৫। একটি কম গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) সম্পন্ন ডায়াবিটিক ধান। তাই  ডায়াবিটিস রোগীদের জন্য ধানের চালের ভাত খাওয়া নিরাপদ। লো গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) সম্পন্ন   ধানের চালের ভাত খেলে ডায়াবিটিস রোগীর রক্তে শর্করা খুব কম যাবে। ব্রি প্রধান কার্যালয়ে পুষ্টি গবেষণা বিভাগের পরীক্ষায় ব্রি ধান-১০৫ এর পুষ্টিমান নির্ণয় করা হয়েছে। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

 

 

আরো দেখুন