Loading..

ব্লগ

রিসেট

০৮ মে, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ণ

ফরমালিন এর ক্ষতিকর দিক

ফরমালিন একটি রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থের শ্রেণি অনুসারে এটি এলডিহাইড শ্রেণির যৌগ। 

ফরমালিন এর রাসায়নিক নাম মিথানাল অথবা ফরমালডিহাইড।

মিথানাল এর ৪০% জলীয় দ্রবন কে ফরমালিন বলে।

বিভিন্ন জৈব নমুনা কে সংরক্ষণ এর জন্য ফরমালিন ব্যবহৃত হয়। এটি এমাইনো এসিডের লিংক কে ভাঙতে বিলম্ব ঘটায়। ফলে পচন ক্রিয়া ত্বরান্বিত হয়।

এ কারনে জৈব নমুনা সংরক্ষণে ফরমালিন ব্যবহার হয়।

অনেক অসাধু ব্যবসায়ী ফল এবং মাছ কে ফরমালিন দিয়ে সংরক্ষণ করে থাকেন।

এই ফরমালিন ব্যবহারে মানবদেহে দীর্ঘ মেয়াদী প্রভাব পড়ে।

মাথা ঘুরানো, বমি বমি ভাব এবং দীর্ঘ মেয়াদে ক্যান্সারের মত রোগ হতে পারে।

শিশুদের ক্ষেত্রে এই প্রভাব আরো মারাত্মক হয়ে থাকে।  

আরো দেখুন