Loading..

ব্লগ

রিসেট

১৭ জুন, ২০২৪ ১২:০৩ পূর্বাহ্ণ

# ঈদ মোবারক # # ঈদ মোবারক # # ঈদ মোবারক #

# ঈদ মোবারক # # ঈদ মোবারক # # ঈদ মোবারক # # ঈদ মোবারক #

মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামীকাল সোমবার। এই উৎসবের অন্যতম অনুষঙ্গ হল অন্যকে শুভেচ্ছা জানানো। আগে সাধারণত মানুষ প্রিয়জন বা বন্ধুদের সঙ্গে দেখা করে বা কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানাতেন। কিন্তু এখন সেটি দখল করে নিচ্ছে ভার্চুয়াল শুভেচ্ছা।

মোবাইল ফোনে ক্ষুদে বার্তা, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস, মেসেজ, গ্রাফিক্সের (কার্ড) মাধ্যমে প্রিয়জনদের ঈদের শুভেচ্ছা জানাতে পারেন। যা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।

ঈদের মহিমা সকলের জীবনে ফিরিয়ে আনুক শান্তি, সৌহার্দ্য ও সমৃদ্ধি। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

শুভেচ্ছান্তে,

             জুয়েল আহমদ

             সহকারি শিক্ষক (ডিজিটাল প্রযুক্তি)

             শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-২০২৪

             মাস্টার ট্রেইনার জেলা পর্যায়

             দিনারপুর দাখিল মাদ্রাসা

             নবীগঞ্জ, হবিগঞ্জ।