Loading..

ব্লগ

রিসেট

২৯ জুন, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ

স্বরনে অতীত কাল যা আজও আমাদের ভাবায়।

স্বরনে অতীত কাল যা আজও আমাদের ভাবায়।


অতীতকে স্বরন করলে আমরা বুঝতে পারি বাংলাদেশ কতটুকু উন্নয়ন হয়েছে।

 ১। ১৯৮৬ বা ১৯৮৭ সালের কথা ,আজকে যেই ইলিশ মাছ আমাদের কাছে দুষ্প্রাপ্য সেই ইলিশ মাছের কেজি ছিল মাত্র ২০/২৫ টাকা।

 ২।  আজকে আমরা পাঁকা সড়কে কত দ্রুতবেগে মোটরসাইকেল চালিয়ে বেড়াচ্ছি ,তখন মাইলের পর মাইল ছিল কাঁচা অথ্যাৎ মাটির রাস্তা হেঁটে বা সাইকেলে করে স্কুল বা আত্মীয় বাড়িতে যেতাম।

  ৩।  আজকে যেখানে বিদ্যুৎতের আলোর জ্বলজ্বলে  করে জ্বলছে ,সেখানে জ্বলতো হারিকেন ও মাটির কুপি।

৪।এক সময় আমরা সময় কাটাতাম ফুটবল, ক্রিকেট, গোল্লাছুট, ডাঙ্গুলি, দাঁড়িয়াবান্দা সহ নানা রকম খেলা খেলে, আজ আমাদের ছেলে-মেয়েরা সময় কাটাচ্ছে ফেইসবুক আর টিকটকে মেতে।

৫।এক সময় সিমেনা দেখার জন্য অনেক দূর সাইকেল চালিয়ে যেতে হতো বা বাড়ির পাশে সাদা কালো টেলিভিশনের খড়কুটো বিছিয়ে ২/৫ টাকার বিনিময়ে সিনেমা দেখতাম আর এখনকার সময় আমাদের ছেলে-মেয়েরা মোবাইলে সিনেমা সহ কত কিছু দেখছে।

৬।এক সময় বিয়ে বাড়িতে কলা গাছের গেইট দিয়ে বরের জন্য অপেক্ষা করা হতো আর এখনকার সময় হাজার রকমের রঙ্গিন বাতি জ্বালিয়ে হাসি আনন্দ করা হয়।

৭।এক সময় নতুন বউ আসতো পালকি , গরুর গাড়ি বা রিক্সা করে আর এখনকার সময় প্রাইভেট কার বা হেলিকপ্টার নিয়ে আসা হয়।

৮।এক সময় বউ বাপের বাড়ি আসতো রিক্সার চারিদিকে কাপড় পেছিয়ে পর্দা করে আর এখনকার সময় বউ বাপের বাড়ি আসে বিমান, হেলিকপ্টার বা প্রাইভেট কারে চড়ে।

৯।এক সময় জমি চাষ করা হতো লাঙ্গল আর গরু দিয়ে আর এখনকার সময় ট্রাক্টর বা অটোমেশিন ব্যবহার করে জমি চাষ করা হয়।

১০।এক সময় পানি রাখার জন্য মাটির পাত্র ব্যবহার করা হতো ভাত খাওয়া হতো মাটির বাসনে করে আর এখনকার সময় বিভিন্ন নানা বাহারের সিরামিক প্লেট ব্যবহার করা হয়।

এই রকম হাজারো স্মৃতি মনে পড়ে যা আজ আমাদের কাছে অতীত বর্তমান প্রজন্ম এক সময় এই সব কিছু আজগুবি মনে করবে।



আরো দেখুন