Loading..

ব্লগ

রিসেট

৩০ জুন, ২০২৪ ১১:০২ পূর্বাহ্ণ

একজন মা যখন ভালবাসেন সত্যিকার অর্থে, তখন সন্তানকে অন্যায় কাজে প্রশ্রয় দেন না।

মায়ের ভালবাসা স্বগীয় কিন্তু তাতেও আসক্তি চলে আসতে পারে ।মায়ের ভালবাসাতে যখন আসক্তি চলে আসে  তখন সেটা ভালবাসা থাকে না। তখন সেটা অন্যকিছু হয়ে যায়। এবং একজন মাও যখন ভালবাসেন সত্যিকার অর্থে তখন সন্তানকে অন্যায় কাজে প্রশ্রয় দেন না কখনো। অন্যায় করতে গেলেও ভুল করতে গেলেও সেটাতে তিনি খুব বলিষ্ঠভাবে বাধা দেন।

ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে দুই ভাই ছিলেন মোহাম্মদ আলী এবং শওকত আলী। তাদেরকে আলী ভ্রাতৃদ্বয় মনে করা হতো। তারা মহাত্মা গান্ধীর সাথে একযোগে আন্দোলন করেছেন। তো তারা ইংরেজদের হাতে বন্দি হলো। খবর বেরোলো যে তারা মুচলেকা দিয়ে বেরিয়ে আসতে পারেন জেলখানা থেকে। তাদের মা জেলখানায় চলে গেলেন। মা বললেন যে তোমরা যদি মুচলেকা দিয়ে বের হয়ে আসো তাহলে তোমাদেরকে আমি গলা টিপে মেরে ফেলব। অর্থাৎ সত্যের জন্যে যখন সন্তান আত্মত্যাগ করে কষ্ট স্বীকার করে মা তাতে আনন্দিত হন এবং সেই কষ্ট করার জন্যে তিনি তাকে উৎসাহিত করেন।

আরো দেখুন