Loading..

ব্লগ

রিসেট

৩০ জুন, ২০২৪ ০৭:৪৬ অপরাহ্ণ

শিক্ষক সম্মেলন ২০২৪ সম্পন্ন হয়েছে।

ঢাকার নায়েম মিলনায়তনে  মাদ্রাসা অ্যাম্বাসেডর শিক্ষকগণের   জাতীয় সম্মেলন ২০২৪ সম্পন্ন।

২৯ জুন ২০২৪ ঢাকাস্থ ন্যাশনাল একাডেমি ফর এডুকেশন ম্যানেজমেন্ট( নায়েম)   মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্যাদিয়ে মাদ্রাসা অ্যম্বাসেডর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্মার্ট মাদ্রাসা শিক্ষা বাস্তবায়নে মাদ্রাসা শিক্ষকদের করণীয় শীর্ষক এই সম্মেলনে দেশের চৌষট্টি জেলা থেকে আগত  অগ্রগামী অ্যাম্বাসেডর শিক্ষকদের উপস্থিতিতে নায়েম মিলনায়তন  মুখরিত হয়ে ওঠে। 


বাংলাদেশ  মাদ্রাসা  ICT4E  (আইসিটি4 ই) অ্যাম্বসেডর  ফোরামের আয়োজনে এবং এটুআই প্রোগ্রামের কারিগরি সহায়তায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফোরামের সম্পাদক মোহাম্মদ আমিনুল করিমের সঞ্চালনায় এবং নায়েমের মহাপরিচালক  প্রফেসর ড.তহমিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ  করেন ফোরামের সভাপতি  অধ্যক্ষ কাজী মোঃ আব্দুল হান্নান । প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন :বাংলাদেশ  মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান 

প্রফেসর মোহাম্মদ শাহ আলমগীর, এটুআই এর যুগ্ম প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবু নাইম, দীক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক মোহাম্মদ  কবীর হোসেন,  টিম লিডার ফিউসার অব এডুকেশন এটুআই প্রোগ্রাম আইসিটি ডিভিশন  এর টিম  লিডার মোঃআফজাল হোসেন সারওয়ার। 


মোহাম্মদ  সাজ্জাদ  হোসেন খান,এটুআই এর প্রোগ্রাম এন্ড পার্টনারশিপ কোর্ডিনেটর প্রোগ্রাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অভিজিৎ সাহা।


পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। 

অনুষ্ঠানে অতিথি গণকে  উত্তরীয় পরিয়ে  দেয়া হয়। এর পরে অতিথি দের ক্রেষ্ট  ও  গ্লোবাল ভিলেজ নামক স্মরণিকা উপহার দেয়া হয়।


আরো দেখুন