Loading..

ব্লগ

রিসেট

৩০ জুন, ২০২৪ ১০:৪৩ অপরাহ্ণ

শান্তিতে নোবেল বিজয়ী 'তাওয়াক্কুল কারমান'-কে হিজাব পরা সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন।

শান্তিতে নোবেল বিজয়ী 'তাওয়াক্কুল কারমান'-কে হিজাব পরা সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। তিনি সুন্দরভাবে পরিষ্কার ভাষায় যে উত্তর দিয়েছেন তা পৃথিবীর সভ্য মানুষকে করেছে মুগ্ধ :


“আদিকালে মানুষ প্রায় নগ্ন ছিল এবং মানুষের বুদ্ধির বিকাশের সাথে সাথে সে পোশাক পরতে শুরু করে। আমি আজ যে অবস্থানে আছি এবং আমি যা পরেছি তা মানুষের উচ্চতর চিন্তা ও সভ্যতার প্রতিনিধিত্ব করে, যা মানুষ অনেক বছর সাধনা করে অর্জন করেছে। এটি পশ্চাদমুখিতা নয়; বরং পোশাকের অপসারণ করাই পশ্চাদমুখিতা এবং প্রাচীন যুগের অসভ্য আচরণে আবার ফিরে যাওয়া।"


পোস্ট'টা ফেসবুকে ঘুরতে ঘুরতে এখন আমার ওয়ালে!

আরো দেখুন