Loading..

ব্লগ

রিসেট

৩০ জুন, ২০২৪ ১১:০৫ অপরাহ্ণ

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে ২৯ জুন, ২০২৪ খ্রিঃ শনিবার সকালে "স্মার্ট মাদ্রাসা শিক্ষা বাস্তবায়নে মাদ্রাসা শিক্ষকদের করনীয়" শীর্ষক শিক্ষক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়।

"স্মার্ট মাদ্রাসা শিক্ষা বাস্তবায়নে মাদ্রাসা শিক্ষকদের করনীয়" শীর্ষক প্রথম শিক্ষক সম্মেলন ২০২৪ জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে ২৯ জুন শনিবার সকালে অনুষ্ঠিত হয়। "বাংলাদেশ মাদ্রাসা ICT4E অ্যাম্বাসেডর ফোরাম" কেন্দ্রিয় কমিটির আয়োজনে এটুআই'র কারিগরি সহযোগিতায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন-

👉জনাব হাবিবুর রহমান (অতিরিক্ত সচিব) মহোদয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
সভাপতিত্ব করেন 👉 জনাব প্রফেসর ড. তাহমিনা বেগম- মহাপরিচালক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন-
👉 প্রফেসর মোহাম্মদ শাহ আলমগীর- চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
👉 মোল্লা মিজানুর রহমান- যুগ্ন প্রকল্প পরিচালক, এটুআই ডিভিশন।
👉 মোহাম্মদ আবু নঈম- পরিচালক (প্রশাসন ও অর্থ) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
👉 প্রফেসর মাহমুদুল হক- অধ্যক্ষ বিএমটিটিআই।
👉 মোহাম্মদ কবীর হোসেন- প্রকল্প পরিচালক, দীক্ষা প্রকল্প, আইসিটি ডিভিশন।
👉 মো: আফজাল হোসেন সারোয়ার, টিম লিডার, এটুআই, আইসিটি ডিভিশন।
👉 মোহাম্মদ দিদারুল আলম, এটুআই।
👉 মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, এটুআই।
👉 অভিজিৎ রায়, এটুআই।
👉 স্বাগত বক্তব্য প্রদান করেন- অধ্যক্ষ কাজী মোঃ আবদুল হান্নান, সভাপতি, বাংলাদেশ মাদ্রাসা ICT4E অ্যাম্বাসেডর ফোরাম, কেন্দ্রীয় কমিটি।

সারা দেশ থেকে আগত মাদ্রাসা অ্যাম্বাসেডর শিক্ষকগণের আগমনে নায়েম ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে। এতে দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার দুই শতাধিক অগ্রসরমান মাদ্রাসার অ্যাম্বাসেডর শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
Muhammed Aminul Karim and others

আরো দেখুন