Loading..

ব্লগ

রিসেট

০১ জুলাই, ২০২৪ ০৭:১৮ পূর্বাহ্ণ

আত্ম বিশ্বাস ই পারে মানুষের সফলতা এনে দিতে

আত্মবিশ্বাস না থাকলে কখনোই নিজের লক্ষ্যে পৌঁছানো যায় না। আত্মবিশ্বাসী মানুষরাই সফলতার শীর্ষে পৌঁছাতে পারে। কিন্তু কীভাবে বুঝবেন আপনি আত্মবিশ্বাসী? কিছু লক্ষণ অবশ্য রয়েছে যা দিয়ে মানুষের আত্মবিশ্বাস বোঝা যায়। 

আত্মবিশ্বাসী মানুষেরা কখনো নিজের নেওয়া সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করে না। কারণ তারা আফসোস ছাড়াই বাঁচতে চায়। ভুল হোক কিংবা সঠিক হোক, নিজের সিদ্ধান্ত নিয়ে কখনো দ্বিতীয়বার ভাবে না তারা। কারণ ভুল সিদ্ধান্ত যদি নিয়েও থাকে সেটা আর পাল্টানো সম্ভব না। আর যদি এক সিদ্ধান্ত নিতে বেশি সময় কাটিয়ে দেয় তাহলে বাকি কাজগুলো কে করবে?

আত্মবিশ্বাসী ব্যক্তিরা কখনো মানুষের সামনে বক্তব্য দিতে ভয় পায় না। তারা যেকোনো পরিস্থিতিতে যেকোনো জায়গায় মানুষের সামনে দাঁড়িয়ে নিজের বক্তব্য গুছিয়ে উপস্থাপন করতে পারে। এমনকি যা নিয়ে কথা বলছে সেটা নিয়ে যদি কোনো পূর্ব প্রস্তুতি না থাকে তবুও তারা উপস্থিত বুদ্ধি দিয়ে পার পেয়ে যায়। 

নিজের সম্পর্কে ভালো জানে বলেই তারা আত্মবিশ্বাসী। আর সে কারণেই তারা অন্যের কথায় কান দেয় না। চুপচাপ নিজের কাজ করে যায়। কাজ দিয়েই নিজেদের জাত চেনায় তারা। অন্যের কথা গায়ে মাখিয়ে সময় নষ্ট করে না তারা।

আত্মবিশ্বাসী মানুষরা কখনো নিজেদের বিশ্বাসের বাইরে গিয়ে কাজ করে না। অর্থাৎ তারা যেটা মন থেকে বিশ্বাস করে না বা মেনে নিতে পারে না সেটা নিয়ে তারা কাজ করে না। কারণ নিজের বিশ্বাস যদি পোক্ত না হয় তাহলে যেকোনো উদ্দেশ্য বা কাজে সফলতা আসবে না। 

বড় হওয়া মানে বিনীত হওয়া। আত্মবিশ্বাসী মানুষরা কাজ শুরু করার সময় থেকেই নিজেদের সাফল্যের বিষয়ে শতভাগ বিশ্বাসী হলেও তারা কখনো নিজেদের সাফল্য নিয়ে বড়াই করে না। আগ বাড়িয়ে সাফল্যের জন্য নিজের কৃতিত্বও দাবি করে না। 

আত্মবিশ্বাস থেকেই উচ্চাশা আসে। আর উচ্চাশাই নিয়ে যায় সফলতার শীর্ষে। আত্মবিশ্বাসী মানুষরা কখনো নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরে যায় না। যত বাধাই আসুক, যত অসম্ভবই মনে হোক তারা নিজেদের আত্মবিশ্বাসে অটুট থাকে এবং সেটার ওপর ভর করেই এগিয়ে যায়। 






আরো দেখুন