Loading..

ব্লগ

রিসেট

০১ জুলাই, ২০২৪ ০৪:১০ অপরাহ্ণ

মনের কিছু কথা প্রকাশ।

ছোট থেকেই ডায়েরি লেখার অভ্যাস ছিল আমার। সেই তখন থেকেই একটু একটু করে লিখতাম ছড়া, কবিতা। সবকিছুই হয় আমার শখের বসে। প্রাথমিকের শিক্ষক আমি। আমার শিশুদের জন্য সবই একটু একটু করে জেনে রাখা আছে বলে আজ হয়তো শেখাতে পারি। কখনো,গান,কবিতা,নাচ,অভিনয়,গল্প বলা,বিভিন্ন খেলাধুলা,যখন যেটা দরকার হয় আলহামদুলিল্লাহ শিশুদের করানোর চেষ্টা করি। এরই মাঝে আনন্দ খুঁজে পাই। নিজে সঠিক ও উত্তম পথেই থাকার চেষ্টা করি । সিনিয়রদের কাছ থেকে উপদেশ/অভিজ্ঞতা নিয়ে আমার শিক্ষার্থীদের জন্য কল্যাণকর বিষয় নিয়ে চিন্তা করি, শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থাকে ভালবাসি, সবাইকে নিয়ে নতুন কারিকুলাম বাস্তবায়নে কাজ করতে আগ্রহী। আমি হয়তোবা আদর্শ শিক্ষক হতে পারবো না। দোয়া চাই, আমার শিশুদের জন্য আমি যেন ভাল শিক্ষক হতে পারি 🤲🥰 আমাকে যারা সামনে ও পেছনে থেকে অনুপ্রেরণা দেন তাদের প্রতি কৃতজ্ঞতা ❤️❤️

আরো দেখুন