Loading..

ব্লগ

রিসেট

০২ জুলাই, ২০২৪ ০৩:১০ অপরাহ্ণ

ভদ্রলোক বসন্ত রোগে মারা গেছেন। তাঁর মৃতদেহ কেউ ছুঁতে চাচ্ছে না "।

ভদ্রলোক বসন্ত রোগে মারা গেছেন। তাঁর মৃতদেহ কেউ ছুঁতে চাচ্ছে না "। সকাল পেরিয়ে সন্ধ্যে হয়েছে, মৃতদেহ এক ভাবেই বাড়িতে,সৎকার করার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না।  " ছুঁতে চাচ্ছে না আর তাই আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? এত ভয়,এত কুসংস্কার! সুভাষ বাড়ির দরজার দিকে এগিয়ে গেলেন, দৃঢ়তার সাথেই বললেন "বেশ,আর কেউ না যায়,আমি একাই এই মৃতদেহ শ্মশানে নিয়ে যাব"।


চারু ও সুভাষ অন্যদিনের মত সেদিনও সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে ফিরে এসেছে। চোখে পড়ল বাড়ির সামনে অনেক লোকের ভিড়,কান্নার আওয়াজ শোনা যাচ্ছে।কারা কাঁদছে! সুভাষ এগিয়ে এসে জিজ্ঞেস করলেন " কি হয়েছে"। উত্তর এল বাড়ির কর্তা মশাই মারা গেছেন।

ও আচ্ছা, খবর শোনা শেষ, সহমর্মিতা দেখিয়ে মৃত বাড়ি থেকে চলে আসাই যায়। কিন্তু তিনি যে রায়বাহাদুর জানকীনাথ বসুর ছেলে মানুষের বেদনা যে তাঁরও বেদনা। সুভাষ কিন্তু মৃত বাড়ি ছেড়ে এলেন না, জানতে চাইলেন বাড়ির কর্তাটা কে?  জানতে পারলেন একজন বাঙালি মুহুরি সকালের দিকে মারা গেছেন।


এবার নিজের কাছে আরও বিষ্ময়ের পালা, সকালে একজন মারা গেলেন এখনও কেন শ্মশানে নিয়ে যাওয়া হয় নি? কান্না তো সেই জন্য,মৃতের জন্য তত নয় যত মৃতদেহের সৎকার হচ্ছে না সেই জন্য।

বসন্ত রোগে ভুগে বাঙালি মুহুরি মারা গেছেন সকালে, সন্ধ্যেবেলায়ও তাঁর সৎকার হয়নি, মৃতদেহ কেউ ছুঁতে চাইছেন না।


সুভাষ এগিয়ে এলেন বাড়ির দরজার দিকে, বললেন কেউ যদি শশ্মানে না যায় সে একাই মৃতদেহ কাঁধে নিয়ে শ্মশানে যাবে। হারু সুভাষের মুখে এই কথা শুনে হতভম্ব। মুখ ফুটে বলতে পারল " সে কি তুমি"। 

সুভাষ শুধু বললেন তুমি বাড়িতে খবর দাও আমি শ্মশানে যাচ্ছি কখন ফিরব ঠিক নেই। ভিড় ঠেলে মৃতদেহের আরও কাছে এগুতে চাইছেন সুভাষ। একজন চারুর কাছে জানতে চাইলেন ওই ছেলেটি কে? 

চারু জানাল সরকারী উকিল রায়বাহাদুর জানকীনাথ বসুর ছেলে। "বলো কি! এত বড় ভদ্রলোক "।


ওদিকে অসহিষ্ণু হয়ে উঠছেন সুভাষ, বাড়ির ভিতরে যাওয়ার জন্য সবাইকে পথ করে দিতে বলছেন । একটি ছেলে এগিয়ে এসে বলল " আমিও তোমার সঙ্গে যাব"।

এবার আরও একজন যাওয়ার ইচ্ছা প্রকাশ করল।

সংখ্যাটা বাড়ছে, আর একটা ছেলে কোঁচা খুলে কোমরে জড়াল,বলল " আমিও যাব"। 

সেদিনের সুভাষ আগামীর নেতাজী সুভাষচন্দ্র, নেতৃত্বে তাঁর সহজাত, তিনি একজনই ,তিনি বাঙালির চিরকালের নেতা ,আইকন, হার্টথ্রব,নেতাজী সুভাষচন্দ্র বসু।।


সংকলনে ✍🏻 অরুণাভ সেন।।

© ধ্রুবতারাদের খোঁজে

আরো দেখুন