Loading..

ব্লগ

রিসেট

০৪ নভেম্বর, ২০১৩ ১২:০০ পূর্বাহ্ণ

Windows এর টুকি-টাকি…..১
     শুভেচ্ছা ও শুভকামনা রইল সবার প্রতি। বিশেষ করে সেই সকল সক্রিয় শিক্ষকদের যাদের অনুপ্রেরণা, ভালবাসা এবং আগ্রহ-ই আমাকে বাতায়নে নিয়মিত হতে বাধ্য করেছে। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের লেখালেখির মাধ্যমে আপনাদের প্রয়োজনে নিজেকে ব্যবহার করার চেষ্টা করেছি। আজ থেকে H.N.M. Ashiqujjaman স্যারের আহবানে নতুন একটি বিষয় নিয়ে ধারাবাহিক লেখার উদ্দ্যোগ শুরু করতে যাচ্ছি। পাশাপাশি “কন্টেন্ট তৈরির টুকি-টাকি…..”, “কম্পিউটার ভাল রাখার কিছু উপায়…..” এবং অন্যান্য বিষয়গুলি নিয়ে লেখালেখির চেষ্টা অব্যাহত থাকবে। এই লেখার মাধ্যমে আপনাদের কতটা উপকারে আসতে পারবো জানিনা। তবে যদি সেই উপকারের পরিমাণটি সামান্যতম ও হয় তাহলেই সার্থক।
     আমার এই লেখালেখির বিষয়বস্তু যেটিকে কেন্দ্র করে সেটি হল Operating System বা System Software সংক্ষেপে যেটিকে OS বলা হয়। আর আমরা যেটিকে চিনে থাকি Windows বলে। (কেন এটি Windows বলে আমাদের কাছে বেশি পরিচিত সেটিও জানার চেষ্টা করব) আর তাই এই লেখালেখির শিরোনাম দিতে চাই “Windows এর টুকি-টাকি…..”
     Operating System বা System Software সংক্ষেপে OS (Windows) এর গুরুত্ব উপলব্ধি করতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে Operating System (Windows) কি? এর কাজ কি? কম্পিউটারে কাজের ক্ষেত্রে যথাযথ পরিবেশ বজায় রাখতে এর ভূমিকা কি? এছাড়া Operating System (Windows) এর অসুবিধার কারনে কম্পিউটারে কি কি অসুবিধা হতে পারে। কাজের ক্ষেত্রে দেখা দিতে পারে কি কি সমস্যা। ইত্যাদি বিষয় গুলি সম্পর্কে প্রথমেই একটু ধারনা নেওয়া প্রয়োজন। তাই আজ জানার চেষ্টা করব Operating System বা System Software সংক্ষেপে OS এবং আমরা যেটিকে চিনে থাকি Windows সেই সম্পর্কে প্রথমিক কিছু।
অপারেটিং সিস্টেমের ধারনা।
     ইংরেজী Operate শব্দ থেকে Operating শব্দটি এসেছে। এর বাংলা হলো পরিচালনা করা। কম্পিউটারকে পরিচালনা করে যে Software তাই Operating System বা System Software সংক্ষেপে Operating System কে OS বলা হয়।
     আমরা জানি কম্পিউটার কতগুলো ইলেক্ট্রনিক ডিভাইসের সমন্বয়ে গঠিত। আর কম্পিউটারকে দিয়ে কাজ করিয়ে নেয়ার জন্য আছে বিভিন্ন Application Software । আর এই Operating System (Windows) হচ্ছে কতকগুলো প্রোগ্রামের সমন্বয় যারা কম্পিউটারের সকল ইলেক্ট্রনিক ডিভাইসগুলোর কাজ নিয়ন্ত্রন, পর্যবেক্ষন ও তত্ত্বাবধান করার মাধ্যমে Application Software এর চাহিদাপুরন করে ও কম্পিউটার ব্যবহারকারীকে তার চাহিদামতো ফলাফল পেতে সহায়তা করে।
     অর্থাৎ যে Software কম্পিউটারের সমস্থ Hardware গুলিকে নিয়ন্ত্রন করে কম্পিউটারকে চালু করে ব্যবহার উপযোগী করে তোলে এবং ব্যবহারকারীর নির্দেশ অনুসারে কাজ করার পরিবেশ সষ্টি করে তাকে Operating System (Windows) বা System Software বলে। Operating System (Windows) কম্পিউটারের Hardware এবং Application Software এর মধ্যে সমন্বয় সাধন করে কাজ করার জন্য পরিবেশ সৃষ্টি করে। অতএব Operating System (Windows) হচ্ছে কম্পিউটারের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। Operating System (Windows) না থাকলে কম্পিউটারে অন্যান্য Software দিয়ে কোন কাজ করা যায় না।
     কম্পিউটারে Operating System (Windows) একজন বিশ্বস্ত অনুচরের মত। এটি কম্পিউটার ব্যবহারকারীর সঙ্গে কম্পিউটারের প্রার্থিত ক্ষমতার সমন্বয় ঘটিয়ে থাকে। কম্পিউটারের বিভিন্ন Hardware ও Application Software সমূহ সনাক্ত করে যথাযথ কার্যোপযোগী করার নিশ্চয়তা ও নতুন নতুন বিষয়াবলীর সমন্বয় করার সুযোগ প্রদান করে Operating System (Windows)।
     এক কথায় বলা যায় যে Software কম্পিউটারের সমস্থ Hardware গুলিকে নিয়ন্ত্রন করে কম্পিউটারকে চালু করে ব্যবহার উপযোগী করে তোলে এবং ব্যবহারকারীর নির্দেশ অনুসারে কাজ করার পরিবেশ সৃষ্টি করে তাকে Operating System বা System Software সংক্ষেপে OS বলে আর আমরা যেটিকে Windows বলে থাকি।
     ভুল-ত্রুটি মার্জনীয়, আমার এই উদ্দ্যোগ যদি ভাল লাগে তাহলে “Windows এর টুকি-টাকি…..” নিয়ে আমি এগিয় যাবে আপনাদের সাথে করে। আবারও ফিরে আসবো অন্য কোন দিন পরবর্তী কিছু নিয়ে।

আরো দেখুন