Loading..

ব্লগ

রিসেট

০৩ জুলাই, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ণ

ঘাসফুল আর সুখদর্শনএর আরেক নাম লিলি।
ফুলের নাম- অ্যামারিলিস লিলি/বেলাডোনা লিলি বৈজ্ঞানিক নাম- Amaryllis belladonna আমাদের দেশে বাগানে যে লিলি ফুলগুলো লাগানো হয় তাদের বেশিরভাগই বিদেশি। আমরা নাম দিয়ে তাদের আপন করে নেইনি তাই তারা এখনো বিদেশিনী রয়ে গেছে। ঘাসফুল আর সুখদর্শন অবশ্য এই লিস্ট থেকে বাদ পড়েছে। স্পাইডার লিলি, অ্যামারিলিস লিলি আমাদের মাটি-বাতাসের সাথে মানিয়ে যাবার পরেও বিদেশিনী। দক্ষিণ আফ্রিকার প্রজাতি। ফুল ফোটে বসন্তের শেষে। ফাঁপা লম্বা ডাটার আগায় একসঙ্গে দু-তিনটি ফুল। বড় ফানেল আকৃতি, পাটকিলে, গাঢ় লাল, সাদাসহ নানান রঙের ফুল পাওয়া যায়। ফুল গন্ধহীন। পাতা ১০-১৫ সেমি লম্বা, ৩-৪ সেমি চওড়া।