এক বনে একটা বটগাছ
ছিল। একটি ঈগল
সেই গাছের উপরে বাসা বেঁধে সেখানে ডিম পেড়েছিল। সেই গাছের নিচে একটি বুনো মুরগিও
ডিম পাড়ে। একদিন ঈগলের
একটি ডিম
নিচে পড়ে মুরগির ডিমের সাথে মিশে গেল। কিছু সময় পরে সেই ডিম থেকে ঈগলের বাচ্চা বের হল
এবং নিজেকে মুরগি
ভেবে বড় হল। বাকি মুরগির সঙ্গে সে বড় হয়েছে। একটি মুরগি যে কাজ করে সে ও একই কাজ করে। সে মুরগির মতো ঝাঁকুনি দেয়, মাটি খুঁড়ে শস্য খায় এবং মুরগি যতটা উড়তে পারে তত উঁচুতে সে উড়তে পারে। একদিন সে
আকাশে একটা ঈগল
দেখতে পেলো যেটি খুব গর্বের সাথে উড়ছিল । সে তার মা মুরগিকে
জিজ্ঞাসা করল যে পাখিটি খুব গর্বের সাথে উড়ছে তার নাম কি? মুরগি মা উত্তর দিল সেই পাখিটা একটা ঈগল। তখন বাচ্চা ঈগল
মুরগি মাকে জিজ্ঞেস করলো কেন সে নিজে এত উঁচুতে উড়তে পারে না? মুরগি মা বলল, “তুমি মুরগি
বলে এত উঁচুতে উড়তে পারবে না”। সে ঈগলটি মুরগি
মার কথা মেনে মুরগির মতো জীবনযাপন করতে করতে একদিন মারা যায়।
অনুপ্রেরণামূলক গল্প থেকে নীতি কথা:
আমরা যাই ভাবি বা নতুন কিছু করার চেষ্টা করি না কেন, অন্যরা আমাদের এই বলে থামায় যে তুমি এটা করতে পারবে না, এটা ঘটতে পারে না এবং আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি এই ভেবে যে আমি সত্যিই এটি করতে পারব না এবং হাল ছেড়ে দিয়। এর প্রধান কারণ হল নিজের প্রতি বিশ্বাস না থাকা, নিজের ক্ষমতার উপর বিশ্বাস না থাকা, নিজের কাজের প্রতি বিশ্বাস না থাকা। বন্ধুরা, লোকে যা খুশি তাই বলুক, নিজের উপর আস্থা হারাবেন না, নিজেকে চিনুন। জয় নিশ্চিত হলে কাপুরুষরাও লড়াই করে, তাদের বলা হয় সাহসী, যারা পরাজয় নিশ্চিত হয়েও হাল ছাড়ে না!
৩৪
৬৫ মন্তব্য