Loading..

ব্লগ

রিসেট

১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৪৫ অপরাহ্ণ

প্রিয় বাদ্যযন্ত্র বেহালা


প্রিয় বাদ্যযন্ত্র তালিকায় বেহালা অন্যতম সেরা, এতে কোন সন্দেহ নাই। যে কোন বয়স রুচির মানুষের কাছে বেহালা সুর ভাল লাগে। যারা মিউজিক ভালবাসে, কম বেশি সবার মনেই সুপ্ত বাসনা থাকে, ইস! আমি যদি ভায়োলিন বাজাতে পারতাম! কিন্তু সময় সুযোগ, রিসোর্সের অভাবে স্বপ্ন স্বপ্নই থেকে যায়। সবচেয়ে বড় সমস্যা এদেশে ভাল বেহালা শিক্ষক নেই। যারা আছে সবাই ইস্টার্ন ওয়েস্টার্ন জগাখিচুড়ি মার্কা কিছু একটা বাজায়। থিওরিটিক্যাল জ্ঞ্যান নিয়ে তা কতটুকু সন্দেহ আছে! ফলে তারা যা শেখায় তা তারা নিজেরাও জানে না! দেখা যায় শুরুতেই জনপ্রিয় কোন গানের মেলোডি লাইন বেহালায় তুলতে দিচ্ছে। অনেকটা স্প্যানিশ গিটারে হাওয়াইন গিটারে "এই পদ্মা এই মেঘনা" গানের মেলোডি লাইন তোলার মত অবস্থা! যাহোক অভিযোগ করে কি হবে, নেট থেকে চাইলে মোটামুটি সব লেসন যোগাড় করা যায়। একক প্রচেষ্টায় কিছু শেখার জন্য এই পোস্ট উপকারে আসবে। আর লাকিলি ভাল শিক্ষক পেলে এতটুকু আগানো থাকলে ভবিষ্যতে অনেক উপকারে আসবে।


মন্তব্য করুন

ব্লগ