
প্রধান শিক্ষক

১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ
প্রধান শিক্ষক
তটে অবস্থিত পশ্চিমবঙ্গের দীঘা সমুদ্রসৈকত। সমুদ্র প্রাকৃতিক সম্পদের একটি উদাহরণ। সমুদ্রের ঢেউ হলো তরঙ্গ শক্তি, যা একটি নবায়নযোগ্য শক্তির উৎস তৈরি করতে ব্যবহার করা যেতে পারে।তটে অবস্থিত পশ্চিমবঙ্গের দীঘা সমুদ্রসৈকত। সমুদ্র প্রাকৃতিক সম্পদের একটি উদাহরণ। সমুদ্রের ঢেউ হলো তরঙ্গ শক্তি, যা একটি নবায়নযোগ্য শক্তির উৎস তৈরি করতে ব্যউৎস জৈব সম্পদ: জীবমণ্ডল থেকে উদ্ভূত সম্পদ এবং যাদের প্রাণ আছে যেমন বন ও পশু, মৎস্য, প্রাণিসম্পদ ইত্যাদি। জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা ও পেট্রোলিয়ামও এই শ্রেণির অন্তর্ভুক্ত কারণ তারা ক্ষয়প্রাপ্ত জৈব পদার্থ থেকে গঠিত। অজৈব সম্পদ: জড় ও অজৈব উপাদান থেকে উদ্ভূত সম্পদ। এর মধ্যে রয়েছে ভূমি, স্বাদু পানি, বায়ু, বিরল মৃত্তিকা মৌল ও আকরিকসহ ভারী ধাতু, যেমন সোনা, লোহা, তামা, রূপা ইত্যাদি। বিকাশের পর্যায় সম্ভাব্য সম্পদ: যেসব সম্পদসমূহের অস্তিত্ব রয়েছে বলে জানা যায়, কিন্তু এখনও ব্যবহৃত হয়নি। এগুলো ভবিষ্যতে ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ, পাললিক শিলার পেট্রোলিয়াম যা টেনে বের করে ব্যবহার না করা পর্যন্ত একটি সম্ভাব্য সম্পদ হিসাবেই থেকে যায়।
বহার করা যেতে পারে।
৫৫
১০৭ মন্তব্য