Loading..

ব্লগ

রিসেট

২০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২৪ পূর্বাহ্ণ

বার্ষিক পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন বিষয়ে নির্দেশনা

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ্কর্তৃক কিছুদিন আগে প্রকাশিত হয়েছে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস ও মান বন্টন। প্রথমেই আসি ৬ষ্ঠ বিজ্ঞান বিষয়ের মান বন্টন বিশ্লেষনে।

১। বহু নির্বাচনি-১৫

২। এক কথায় উত্তর- ১০

৩। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন- ২০

৪। দৃশ্যপটবিহীন প্রশ্ন- ১৫  

৫। দৃশ্যপটনির্ভর প্রশ্ন- ৪০ 


এ মান বন্টনের জন্য প্রত্যেক বিষয়ের নির্দিষ্ট সিলেবাস প্রকাশ করা হয়েছে। সেখান থেকে নমুনা প্রশ্নের আলোকে প্রত্যেক প্রতিষ্ঠান কে প্রশ্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।

তবে আজ নতুন নির্দেশনা দেয়া হয়েছে যে, সম্পূর্ণ সিলেবাস শেষ না হলে যতটুকু পড়ানো সম্ভব সেখান থেকে নমুনা প্রশ্নের আলোকে প্রশ্ন করা যাবে।

তবে উল্লেখ থাকে যে, চেষ্টা করতে হবে অধিকাংশ সিলেবাস সম্পূর্ণ শেষ করার। 

মন্তব্য করুন

ব্লগ