Loading..

ব্লগ

রিসেট

০৮ অক্টোবর, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ণ

ক্যাসপারস্কির অ্যাপ প্লে স্টোর থেকে মুছে ফেলল গুগল
প্লে স্টোর থেকে মুছে ফেলা হয়েছে ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস অ্যাপ
প্লে স্টোর থেকে মুছে ফেলা হয়েছে ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস অ্যাপরয়টার্স

গুগল প্লে স্টোর থেকে হঠাৎ মুছে ফেলা হয়েছে ক্যাসপারস্কির অ্যান্ড্রয়েড অ্যান্টিভাইরাস সফটওয়্যার অ্যাপ। অ্যাপ মুছে ফেলার পাশাপাশি গুগল প্লে স্টোর থেকে ক্যাসপারস্কির ডেভেলপার অ্যাকাউন্টও নিষ্ক্রিয় করা হয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা জানিয়েছেন, গত সপ্তাহ থেকে হঠাৎই গুগল প্লে স্টোর থেকে ক্যাসপারস্কির অ্যান্ড্রয়েড সিকিউরিটি অ্যাপ, ভিপিএন ও অ্যান্টিভাইরাস অ্যাপ নামাতে পারছেন না।

এ বিষয়ে ক্যাসপারস্কির অফিশিয়াল ফোরামে বলা হয়েছে, গুগল প্লে স্টোরে কেন ক্যাসপারস্কির অ্যাপ নেই, সে বিষয়ে অনুসন্ধান চলছে। বর্তমানে গুগল প্লে স্টোর থেকে ক্যাসপারস্কি অ্যাপ নামানো বা হালনাগাদ করা যাচ্ছে না। এর সম্ভাব্য কারণ চিহ্নিত করে যত দ্রুত সম্ভব সমাধানের বিষয়টিও জানিয়ে দেওয়া হবে। গ্যালাক্সি স্টোর, হুয়াওয়ে অ্যাপ গ্যালারি ও শাওমি গেট অ্যাপসের পাশাপাশি ক্যাসপারস্কির ওয়েবসাইট থেকে অ্যাপের এপিকে ফাইল নামানো যাবে। ওয়েবসাইট থেকে অ্যাপ নামানোর পর ক্যাসপারস্কির সাপোর্ট পেজে গিয়ে অ্যাপ কীভাবে ইনস্টল করতে হবে, তার নির্দেশনা দেখে নেওয়া যাবে।

প্রসঙ্গত, গত জুনে রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ এনে ক্যাসপারস্কির তৈরি সব অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিজেদের দেশে বিক্রি নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র সরকার। যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুসারে, ২৯ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে ক্যাসপারস্কি সফটওয়্যার হালনাগাদ, বিক্রি ও পণ্যের লাইসেন্স ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটিতে নিজেদের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ক্যাসপারস্কি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণেই গুগলের প্লে স্টোর থেকে ক্যাসপারস্কির অ্যাপ মুছে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

১৯৯৭ সালে যাত্রা শুরু করা ক্যাসপারস্কির সদর দপ্তর রাশিয়ার মস্কোতে হলেও বিশ্বের ৩১টি দেশে তাদের কার্যালয় রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ৪০ কোটির বেশি ব্যবহারকারী ক্যাসপারস্কির অ্যান্টিভাইরাস ব্যবহার করেন।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

মন্তব্য করুন

ব্লগ