Loading..

ব্লগ

রিসেট

১১ জুন, ২০২৫ ০৬:১৪ অপরাহ্ণ

ঈদের ছুটি এবং পারিবারিক ভ্রমণ ও বিয়ে

আমরা অনেকেই বিভিন্ন কারণে বাড়ি থেকে দেশে এবং দেশের বাইরে অনেক দুরের কর্মস্থলে কাজ করি।বাড়িতে আসার তেমন একটা সময় হয়ে ওঠে না।তাই ওখন বড় ছুটি থাকে অর্থাৎ দুই ঈদের ছুটি।তখন আমরা পরিকল্পনা করে বেড়াতে যাবার।এসময় পরিবারের সদস্যদের সাথে নিয়ে ঘুরে বেড়িয়ে অনেকেই অনেক মজা করে থাকেন।এছাড়া আরও একটি কাজ এই সময় বেশ ঘটা করেই করতে দেখা যায়।আর তা হল বিয়ে।বিশেষ কারণ অবশ্য আগেই বলেছি সেটা হল বড় ছুটি।সবাই ওখন বাড়িতে আসার সুযোগ পায় ঠিক তখনই অনেকেই এই বিয়্ব্র কাজটিও শেষ করে ফেলেন।তাই আমাদের জীবনে এই ছুটি বিশেষ ভূমিকা রেখে যায়।যা ইচ্ছে করলেও কখনো ভোলার মত নয়।আমরা সার বছর প্রতিক্ষায় থাকি কখন এই ছুটি আসবে।কখন পরিবারে সব সদস্য একজায়গায় হবার সুযোগ হবে।এভাবেই দিন যায়,।বছর যায়।একদিন আমরা মাদের জীবনের শেষ প্রান্তে পৌঁছে যায়।আল্লাহ আমাদের সবাইকে সুন্দর ভাবে জীবন কে যাপন করার তৌফিক দান করুন।আমিন।

মন্তব্য করুন