Loading..

ব্লগ

রিসেট

১২ জুন, ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ

গুনগত শিক্ষা বাস্তবায়নে শিক্ষক প্রশিক্ষন এর গুরুত্ব।

আমি মনে করি বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ে গুণগত শিক্ষা বাস্তবায়নের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষক প্রশিক্ষণ। কারণ দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। এজন্য সকল শিক্ষককে DSHE, BANBEIS , SESIP ইত্যাদি কর্তৃক বিষয়ভিত্তিক ও আধুনিক শিক্ষণ-পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষকের বেতন, পদোন্নতি ও পেশাগত মর্যাদা বাড়ানো আবশ্যক যাতে আমরা আরও উৎসাহ নিয়ে কাজ করতে পারি । বর্তমান সময়ের শিক্ষা প্রযুক্তিনির্ভর তাই বিশ্বের সাথে তাল মিলাতে ক্লাসে এ আই এর ব্যবহার প্রয়োগ ও ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মের ব্যবহার বাড়াতে হবে। আর শিক্ষণপদ্ধতি হতে হবে শিক্ষার্থীকেন্দ্রিক যেখানে তারা আলোচনায় অংশ নেয়, প্রশ্ন করে, দলীয়ভাবে কাজ করে এবং হাতে কলমে শেখে। একইসঙ্গে নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি যাচাই ও দুর্বলতা চিহ্নিত করতে হবে। বিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য ও নৈতিকতার বিকাশেও গুরুত্ব দিতে হবে যাতে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও মানবিক নাগরিক হয়ে উঠতে পারে। শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সমাজের অংশগ্রহণ আন্তরিকভাবে নিশ্চিত করতে হবে। সর্বোপরি, গুণগত শিক্ষা বাস্তবায়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্রশিক্ষিত ও অনুপ্রাণিত শিক্ষক তৈরিতে কারণ শুধুই প্রশিক্ষিত ও অনুপ্রাণিত শিক্ষকই একটি জাতির ভবিষ্যৎ নির্মাতা।

মন্তব্য করুন