Loading..

ব্লগ

রিসেট

১২ জুন, ২০২৫ ০৫:৩৭ পূর্বাহ্ণ

মধু মাসের আগমন এবং নানান ফলের সমাহার।

আমরা জানি ভাদ্র মাসে খুব গরম পড়ে।আমাদের খুব অপছন্দের একটি বিষয় এটি।কিন্তু এই মাসেই আবার আল্লাহ ব্যবস্থা করে দিগেছেন বিভিন্ন ফলের।যে ফলগুলো এই মাসে পাওয়া যায় সেই ফলগুলো কিন্ত খুবই রসালো হয়।ফলগুলো খেতে যেমন সুস্বাদু  এর পুষ্টি গুনও খুব বেশি।এগুলো স্থানীয় ফল হওয়ায় সবাই কম দামে কিনেও খেতে পারে।হাতের নাগালের মধ্যেই পাওয়া যায়।ফলগুলো স্বাদ এবং গন্ধ এই সময়টাতে একটা আলাদা মাত্রা যোগ করে দেয়।আমরা কিন্তু এই মাসেএ গরম।উঅপেক্ষা করে এই মাসের জন্য অপেক্ষা করতে থাকি।কারণ মিধু মাসের সুস্বাদু ফলের স্বাদ।এই সময় ছোট ছেলেদের বিশেষ করে গ্রামের ছেলেদের হাত পা ভাঙা এমনকি মৃত্যু পর্যন্ত হতে দেখা যায়।গাছে চলে ফল পাড়তে গিয়ে ঘটে দুর্ঘটনা। এছাড়া ফল খেতে গিয়েই অনেক সময় হয় বিপত্তি। গলায় আটকেও নানা সমস্যার তৈরি করে।আমরা একটু সাবধানতা অবলম্বন করব আল্লাহ আমাদের সহায় হোন।

মন্তব্য করুন