
সহকারী শিক্ষক

১২ জুন, ২০২৫ ০৫:৪৬ পূর্বাহ্ণ
সহকারী শিক্ষক
আমরা প্রায়ই দেখি গরম এবং রোদ সাথে বৃষ্টি হলে ফসলে বিভিন্ন ধরনের রোগ বালাই এর প্রাদুর্ভাব বেটে যায়।এই ধরনের আবহাওয়া ছত্রাকের বংশ বৃদ্ধির জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় ছত্রাক জনিত বালাই বেশি দেখা যায়।
তাই এই সময় ইউরিয়া জাতীয় সার কম ব্যবহার করার অভ্যাস গড়ে তুলতে পারলে ভালো হয়।বিকল্প হিসেবে আমরা জৈব সার ব্যবহার করতে পারি। এতে করে এক দিকে আমাদের খরচ কমে যায় এবং বালাই এর দ্রুত বিস্তার রোধ করে।
আরও একটাই কার্যকরী উপায় ছত্রাক জনিত রোগের প্রাদুর্ভাব কমাতে ভিষণ কাজে আসে তা হল,ফসলের জমি আগাছা মুক্ত ও অয়ানি জমতে না দেওয়া।আমরা যদি আমাদের সসলের ক্ষেতে পানি নিস্কাশন ব্যবস্থা ভালো ভাবে করে রাখি তাহলে এই ধরনের বালাই কম দেখা দেবে।সর্বোপরি আমরা কৃষি কর্মকর্তাদের সহায়তা ও পরামর্শ গ্রন করতে পারি।
৫৮
১১৩ মন্তব্য