Loading..

ব্লগ

রিসেট

১২ জুন, ২০২৫ ০৯:১৩ পূর্বাহ্ণ

উপবৃত্তি এবং ছোট ছোট যত সমস্যা ও সমাধান।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থী (শর্ত পূরণ সাপেক্ষে) এখন উপবৃত্তির টাকা নিজের বাবা মা বা অভিভাবকের মোবাইলে নগদ একাউন্টে পেয়ে থাকে।এই কাজটিকে আরও নিরাপদ করার লক্ষে এবার নগদ একাউন্ট যাচাই করার একটা অফশন রাখা হয়েছে।একই এন আইডি দিয়ে অভিভাবকের মোবাইল নম্বর এবং নগদ একাউন্ট রেজিষ্ট্রেশন না করা থাকলে পেমেন্ট যাচাই হবে না।স্বক্ষেত্রে নতুন শিক্ষার্থী এন্ট্রি দেওয়া সম্ভব হবে না।ওর আগে অবশ্য সব শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করার নির্দেশনা ছিল।তবে পরে সেটি ককতৃপক্ষ বাদ দিয়েছেন।

এক্ষেত্রে সার্ভারের কিছুট্রুটির কারণে ছোট ছোট সমস্যা হচ্ছে। তবে সার্ভার ফ্রি থাকলে অধিকাংশ সময় খুব ভালো ভাবে কাজ করা সম্ভব হচ্চজে।কাজটি করতে গিয়ে কোন সমস্যা হচ্ছে মনে করলেআমরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করে সমাধান পেতে পারি।এছাড়া আমরা ক্যাপচা এর ক্ষেত্রে একবার রিফ্রেস করে নিলে সমস্যা হবার কথা না।তারপর আরও একটি বিষয় আছে সেটি হচ্ছে ওটিপি।যদি ওটিপি আসতে দেরি হয় তাহলে আমরা ব্রাউজার চেঞ্জ করে ট্রাই করতে পারি।লগইন করতে সমস্যা হলে বার বার ট্রাই না করে আমরা একটু অপেক্ষা করে পুনরায় ট্রাই করতে পারি।আমরা যদি চেষ্টা না করব বসে থাকতাহলে কিন্তু নির্ধারিত সময়ে শেষ হবে না।সবাইকে ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

মন্তব্য করুন