Loading..

ব্লগ

রিসেট

১২ জুন, ২০২৫ ০৯:২৫ পূর্বাহ্ণ

টেষ্ট চ্যাম্পিয়নশিপ/২০২৫

শুয়ু হয়েছে আইসিসি ম্যান টেষ্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫।অষ্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা গলকাল লডসে একে অপরের মুখোমুখি হয়েছে গলকাল।গলকাল বাংলাদেশ সময় বিকেল তিনটায় খেলাটি শুরু হয়েছিল।টস জিতে বোলিং বেছে নেন সাউথ আফ্রিকান ক্যাপ্টেন টিম্বা বাভুমা।শুরুটা ভালোই করেছিলেন রাবাডা।এরপর টি ব্রেকের পর অলআউট হয় অষ্ট্রেলিয়া। এর আগে ৫৬.৪ অভার খেলে সব কয়টি উইকেট হারিয়ে ২১২ রান করে অষ্ট্রেলিয়া। জবাবে সাউথ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে ২২ ওভাবে ৪৩ রান করে দিন শেষ করেছে।এবার সাউথ আফ্রিকার চোকার্স নাম ঘুঁে কি না সেটাই এখন দেখার বিষয়। 

মন্তব্য করুন